যশোরে বিএনপির অফিস পোড়ানোর মামলায় আদালতে হাজিরা শেষে ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে যশোর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর থেকে তারা ঝটিকা মিছিল বের করে। মিছিলটি শহরের দড়াটানায় গিয়ে ছত্রভঙ্গ হয়।
জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ আতিকুর বাবু মিছিলে নেতৃত্ব দেন। এসময় আওয়ামী লীগ ও শেখ হাসিনার অনুকূলে তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। সরকার পতনের পর যশোরে আওয়ামী লীগ নেতকর্মীদের এটিই প্রথম মিছিল।
আদালত সূত্রে জানা গেছে, জেলা বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার মামলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এদিন ২৫ নেতাকর্মী হাজিরা দিতে আসেন।
এদিকে মিছিলের কথা জানেন না বলে জানান যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক।
জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ আতিকুর বাবু বলেন, বিএনপির অফিস পোড়ানোর যে মামলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের আসামি করা হয়েছে, সেটা মিথ্যা ও বানোয়াট। উদ্দেশ্যমূলক মামলা করে নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আমরা মিছিল করেছি।
এর আগে গত ৪ আগস্ট বিকেলে যশোর বিএনপির কার্যালয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় অফিসে ভাঙচুর, অগ্নিসংযোগ ও মালামাল লুট করা হয়। এঘটনায় ৭ সেপ্টেম্বর আওয়ামী লীগের ৬৩ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামি করে মামলা করেন জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সহ-সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরামের নেতা অ্যাডভোকেট এমএ গফুর। মামলায় কয়েকজন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করা হয়েছে।
মিলন রহমান/এএইচ/এএসএম