আদালতের রায়ের অপেক্ষায় স্থানীয় সরকার বিভাগ

2 months ago 35

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) মেয়র পদে শপথ পাঠের বিষয়ে স্থানীয় সরকার বিভাগ আদালতের রায়ের অপেক্ষায় বলে জানিয়েছে বাংলাদেশ সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী।

সোমবার (২৬ মে) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. সালাউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আজ স্থানীয় সরকার সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী বলেছেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে ইশরাক হোসেনের শপথ পড়ানোর বিষয়ে স্থানীয় সরকার বিভাগ হাইকোর্টের রিট খারিজের পরেই সার্বিক প্রস্তুতি গ্রহণ করছিল। কিন্তু, গতকাল রোববার (২৫ মে) মেয়র হিসেবে শপথ নিতে হাইকোর্টে রিট পিটিশন (নং-৮৯৭১/২০২৫) দাখিল করেছেন বাদী পক্ষের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

এছাড়াও স্থানীয় সরকার সচিব উল্লেখ করেন, সোমবার রিট খারিজের আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে একজন নাগরিকের পক্ষে লিভ টু আপিল (সিভিল পিটিশন নং-২০৩০/২০২৫) দাখিল করেছেন আইনজীবী জহিরুল ইসলাম মুসা।

স্থানীয় সরকার সচিব বলেন, যেহেতু আদালতে এখনো বিষয়টি বিচারাধীন, সুতরাং স্থানীয় সরকার বিভাগ শপথ পাঠের ক্ষেত্রে আদালতের রায়ের অপেক্ষায়।

Read Entire Article