আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, ছাত্রদল নেতা নিহত

2 weeks ago 14

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে মানিকগঞ্জের ঘিওর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লাভলু মিয়া (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন পাঁচজন।

সোমবার (৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ ঘটনা ঘটে।

উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান সানি জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত লাভলু মিয়া ঘিওরের কুস্তা এলাকায় হালিম মিয়ার ছেলে। তিনি প্রবাসে কর্মরত ছিলেন।

ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘিওর বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির কর্মীকে মারধর করে দুর্বৃত্তরা। সাবেক ছাত্রদল নেতা লাভলু তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এসময় দুর্বৃত্তরা লাভলু মিয়ার ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। ঘটনাস্থলেই নিহত হন লাভলু।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল আলম জাগো নিউজকে বলেন, নিহত লাভলু মিয়ার লাশ মানিকগঞ্জ মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি।

সাহিদুজ্জামান সাহিদ/জেডএইচ/এমএস

Read Entire Article