আধুনিক শিক্ষা ও প্রযুক্তির সমন্বয়ে শিক্ষাসেবা দিচ্ছে সিইউবি

2 weeks ago 10

জ্ঞান যখন সময়ের হাত ধরে এগিয়ে চলে, তখনই গড়ে উঠে আধুনিক পৃথিবীর ভবিষ্যৎ। প্রযুক্তি আর তথ্যের এই বিপ্লবের যুগে, কেবল মুখস্থ করে ভালো ফলাফল অর্জনই সফলতা বয়ে আনবে না। কালের প্রয়োজনে দরকার বাস্তবমুখী শিক্ষা আর দক্ষতা অর্জন। নতুন এই চাহিদা পূরণ করতে ‘কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (CUB)’ শিক্ষার জগতে এনেছে এক নতুন দিগন্ত। আধুনিক পদ্ধতি, যুগোপয়োগী শিক্ষাকার্যক্রম এবং প্রযুক্তির সঠিক ব্যবহারে এটি হয়ে উঠেছে শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার এক নির্ভরযোগ্য ঠিকানা।

২০১৬ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় খুব অল্প সময়েই শিক্ষার মান, নতুনত্ব আর যুগোপযোগী কর্যক্রমের মাধ্যমে সবার নজর কেড়েছে। বিশ্ববিদ্যালয়টি প্রযুক্তির সাথে তাল মিলিয়ে নতুন প্রজন্মকে এমনভাবে গড়ে তোলে, যাতে শিক্ষার্থীরা ভবিষ্যৎ বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে। শিক্ষার প্রচলিত ধারা ভেঙে নিয়ে এসেছে এমন এক পদ্ধতি, যা শিক্ষার্থীদের শুধুই একটি সার্টিফিকেটের গণ্ডি থেকে বের করে, ভবিষ্যতের জন্য আত্মবিশ্বাসী করে তোলে। শিক্ষার্থীদের শুধু চাকরির জন্য প্রস্তুত করা নয়, বরং তাদেরকে নেতৃত্বের গুণাবলী ও বাস্তব সমস্যা সমাধানের দক্ষতায় দক্ষ করে তোলার চেতনা নিয়েই এগিয়ে চলছে CUB।

আমরা অনেকেই বিশ্ববিদ্যালয়ে গিয়ে সেই পুরাতন পদ্ধতিতে ক্লাসরুমে বসে লেকচার শুনতে শুনতে বিরক্ত হয়ে যাই। কিন্তু CUB এদিকে ভিন্ন। শিক্ষার্থীদের চিন্তার সীমানাকে প্রসারিত করতে এখানে চালু করা হয়েছে ‘টিউটোরিয়াল বেসড এ্যাডুকেশন (TBE)’, যা শিক্ষার্ধীদের শুধু তত্ত্ব শেখায় না, বরং হাতে-কলমে বাস্তবিক সমস্যার সমাধান করতে শেখায়। এটি এমন একটি পদ্ধতি, যা শিক্ষার্থীদের সমন্বয়, উদ্ভাবনী চিন্তা আর সহমর্মিতার মতো মানসিক গুণাবলী বিকাশে খুবই সহায়তা করে। একেকটি ক্লাস যেন গবেষণার মঞ্চ, আর শিক্ষার্থীরা সেখানে গবেষকের ভূমিকায়। TBE পদ্ধতি মূলত ‘আউটকাম বেসড এ্যাডুকেশন’-এর ধারণা নিয়ে তৈরি, যা বর্তমান বিশ্বের চাহিদা বিবেচনায় শিক্ষার্থীদের গঠন করে।

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষাক্রমে রয়েছে বাস্তবমুখী শিক্ষার পাশাপাশি শিল্পখাত এবং প্রযুক্তির সাথে সমন্বিত কোর্স। এখানে বিভিন্ন অনুষদ এবং প্রোগ্রামের মধ্যে স্নাতকে রয়েছে- : সিএসই, ইইই, বিএ ইন ইংলিশ, এলএলবি, মিডিয়া কমিউনিকেশন এবং জার্নালিজম, শিপিং অ্যান্ড মেরিটাইম সায়েন্স এবং পাবলিক হেলথ; সেই সাথে মাস্টার্স প্রোগ্রামগুলো হলো- : এমবিএ, ই-এমবিএ, এমপিএইচ এবং মেরিটাইম ট্রান্সপোটেশন অ্যান্ড লজিস্ট্রিক্স।

CUB-এর প্রতিটি কার্যক্রমে প্রযুক্তির ব্যবহার চোখে পড়ার মতো। আধুনিক ছোঁয়ায় বিশ্ববিদ্যালয়টির প্রতিটি কাজই যেন নিখুঁত এবং ঝামেলামুক্ত। শিক্ষার্থী ভর্তি থেকে ক্লাসে উপস্থিতি, এমনকি সার্টিফিকেট পর্যন্ত সবকিছুই উন্নত প্রযুক্তির সুবিধায় একটি ক্লিকেই হাতের মুঠোয়। ক্লাস নোট, অ্যাসাইনমেন্ট আব পরীক্ষার প্রস্তুতি- সবকিছু সফটওয়ার ভিত্তিক হওয়ায়, ক্লাস মিস করলেও পড়াশোনার কোনো ব্যাঘাত ঘটে না। বিশ্ববিদ্যালয়ে রয়েছে ‘ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সফটওয়ার (UMS)’, যা পড়াশোনার ক্ষেত্রে শিক্ষার্থীদের সময় বাঁচায় এবং পড়াশোনাকে আরও বেশি আনন্দদায়ক করে তোলে।

কোনো শিক্ষার্থী যদি বৈশ্বিক মানের শিক্ষার স্বপ্ন বুনে, তাহলে সেটিও CUB পূরণ করতে উদ্যোগী। বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত আছে University Canada West, Binary Univerity এবং Lambton College-এর মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠান। ফলে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৈশ্বিক মানের ডিগ্রি অর্জনের সুবিধা পাবে বাড়ির কাছেই।

পাড়াশোনা করলেই তো হবে না, ভবিষ্যৎ সুন্দর করতে প্রয়োজন একটি সফল ক্যারিয়ারের নিশ্চয়তা। CUB এখানেও এগিয়ে। রয়েছে Digicon, News Bangla ও দৈনিক বাংলা’র মতো প্রতিষ্ঠানের সাথে যোগসাজস। এসব প্রতিষ্ঠানের এখনকার শিক্ষার্থীরা ইন্টার্নশিপ থেকে শুরু করে ফুল-টাইম চাকরির সুযোগ পাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার প্লেসমেন্ট বিভাগ শিক্ষার্থীদের দক্ষতা এবং অভিজ্ঞতায় বাস্তব জ্ঞান অর্জনে সহায়তা করছে। ফলে পড়াশোর শেষে ক্যারিয়ারের পথে আত্মবিশ্বাস নিয়ে প্রবেশ করতে পারে বিশ্ববিদ্যালয়টির স্নাতকরা।

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ বিশ্বাস করে, উদ্ভাবন ছাড়া উন্নয়ন অসম্ভব। সেই চিন্তাকে বাস্তবরূপ দিতে প্রতিষ্ঠা করেছে Centre for Reseaech Innovation and Development (CRID)। শিক্ষার্থীরা এখানে উদ্ভাবনী স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেওয়ার সুযোগ পায়। গবেষণা আর উদ্ভাবনীর এই মঞ্চ তরুণদের মেধাকে আরও শাণিত করে তোলে।

বিশ্ববিদ্যালয়টির দুটি ক্যাম্পাসই যেন আধুনিক সুযোগ-সুবিধায় সমৃদ্ধ এক স্বপ্নের জায়গা। শহরের প্রাণকেন্দ্রের ক্যাম্পাসটি কর্মমুখী শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় স্থান এবং পূর্বাচলের স্থায়ী ক্যাম্পাসটি প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পড়াশোনার এক আদর্শ পরিবেশ। এখানে শিক্ষার্থীদের জন্য রয়েছে বিভিন্ন ক্লাব, কর্মশালা এবং সাস্কৃতিক আয়োজন, যেখানে তারা নিজেদের প্রতিভা বিকশিত করতে পারে।

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. এইচ এম জহিরুল হক বলেন, ‘আমরা জ্ঞান ও অভিজ্ঞতার সেতুতে এমন একটি শিক্ষার পরিবেশ তৈরি করেছি, যাতে আমাদের শিক্ষার্থীরা শুধুই পেশাদার নয়, বরং ভবিষ্যতের নেতা হয়ে ওঠে। আমাদের কাজ হলো শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান দেওয়া, যা দিয়ে তারা সমাজের সমস্যাগুলোর সমাধান করতে পারে।’ 

ইউনিভার্সিটির প্রো-ভিসি ড. গিয়াস ইউ আহসান বলেন, আমাদের শিক্ষার্থীরা বিশ্বমানের শিক্ষা নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে নিজের জায়গা তৈরি করতে পারে। CUB শুধু একটি ডিগ্রি দেয় না, এটি শিক্ষার্থীদের যোগ্যতা এবং দক্ষতার ভিত্তি তৈরি করে।

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এমন একটি প্রতিষ্ঠান, যেখানে শিক্ষা শুধু পরীক্ষার খাতায় সীমাবদ্ধ থাকে না। বিশ্ববিদ্যালয়টি শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়; এটি একটি স্বপ্ন গড়ার প্রতিষ্ঠান। এ ছাড়াও যুগোপযোগী শিক্ষা পদ্ধতি, প্রযুক্তির ব্যবহার এবং আন্তর্জাতিক মানের গবেষণার মাধ্যমে বাংলাদেশের উচ্চশিক্ষা খাতে অনন্য দিগন্ত উন্মোচন করেছে। এখানকার শিক্ষার্থীরা নিজেদের ভবিষ্যৎকে নতুনভাবে গড়ে তোলে। যারা নিজেদের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করতে চায়, তাদের জন্য CUB হতে পারে সর্বোত্তম পছন্দ। এখানে শিক্ষার্থীদের শুধু পেশাজীবী নয়, বরং ভবিষ্যতের নেতা হিসেবে গড়ে তোলা হয়।

আগামী বিশ্বের নতুন সম্ভাবনার জন্য নিজেদের শিক্ষার্থীদের পথ দেখাচ্ছে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ।

Read Entire Article