আনচেলত্তির প্রত্যাশার চেয়ে কঠিন ছিল চ্যাম্পিয়ন্স লিগ জেতা

3 months ago 59

প্রথমার্ধে বেশ কিছু ভালো সুযোগ পেয়েছিল বরুশিয়া ডর্টমুন্ড। কিন্তু তারা কাজে লাগাতে পারেনি। দ্বিতীয়ার্ধে দুই গোল দিয়ে ঠিকই ম্যাচ বের করে নিয়েছে রিয়াল মাদ্রিদ। রেকর্ড ১৫তম বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে তারা।

এবারের চ্যাম্পিয়ন্স লিগে কঠিন পথ পাড়ি দিয়েই এসেছে রিয়াল মাদ্রিদ। কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার সিটি ও সেমিফাইনালে তারা হারিয়েছে বায়ার্ন মিউনিখকে। ফাইনালেও প্রত্যাশার চেয়ে কঠিন সময় পাড় করতে হয়েছে বলে ম্যাচের পর জানিয়েছেন রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি।

মুভিস্টারপ্লাসকে তিনি বলেন, ‘আমি কখনোই অভ্যস্ত হয়ে উঠতে পারিনি। কারণ এটা কঠিন, প্রত্যাশার চেয়েও বেশি কঠিন ছিল। প্রথমার্ধে আমরা কিছুটা অলস ছিলাম। বল হারাচ্ছিলাম, তারাও যেভাবে চাচ্ছিল খেলতে পারছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে আমরা ভালো ও বেশি ভারসম্যপূর্ণ দল ছিলাম, বলও কম হারিয়েছি।’

‘এটা একটা স্বপ্নের ছুটে চলা। আমি জানি না আজকে রাতে কী হবে, কিন্তু আমরা ঘুমাচ্ছি না। স্বপ্নের মতো মনে হচ্ছে কিন্তু এটাই এখন বাস্তবতা। নিশ্চিতভাবেই অনেক খুশি। ফাইনাল সবসময় এমনই হয় (ভালো ও খারাপের মিশেল থাকে)। দুর্দান্ত একটা মৌসুম কেটেছে আর আমরা সত্যিই অনেক খুশি যে আবারও চ্যাম্পিয়ন্স লিগ জিততে পেরেছি।’

এ নিয়ে রেকর্ড ১৫তম বার চ্যাম্পিয়ন্স লিগ জিতলো রিয়াল। দ্বিতীয় সর্বোচ্চবার জেতা এসি মিলানের শিরোপা কেবল সাতটি। ২০১৪ থেকে নিয়ে গত ১০ বছরে ছয়বার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। কীভাবে সম্ভব হয় এমন সাফল্যের ধারাবাহিকতা?

আনচেলত্তি বলেন, ‘এটা ক্লাবের ইতিহাস ও ঐতিহ্য। আর অবশ্যই মানসম্পন্ন খেলোয়াড়েরও একটা ব্যাপার। এই ক্লাবটা পরিবারের মতো। কোনোরকম সমস্যা ছাড়াই আমরা সবাই একসঙ্গে কাজ করি। ড্রেসিংরুমের পরিবেশ খুবই ভালো। আমার ক্লাব, খেলোয়াড়দের ধন্যবাদ দিতে হয়, তাদের মধ্যে অহংকার ছিল না। এই মৌসুম স্কোয়াডটা ম্যানেজ করা কঠিন হয়নি।’

আইএইচএস/এমএস

Read Entire Article