আনন্দ ও তিক্ত অভিজ্ঞতা নিয়ে ফিরে যাচ্ছি: অলিউল্লাহ নোমান

2 hours ago 3

দৈনিক আমার দেশের বিশেষ প্রতিনিধি অলিউল্লাহ নোমান গণ-অভ্যুত্থানের পর দেশে এসেছিলেন। কয়েক মাস থেকে আবার হঠাৎ দেশ ছেড়ে চলে যাচ্ছেন। যাওয়ার সময় সোশ্যাল মিডিয়ায় আবেগঘন এবং ক্ষুব্ধ স্টাটাস দিয়েছেন। লেখাটি জাগো নিউজের পাঠকদের জন্য তুলে ধরা হলো—

‘‘আমার দেশ’ প্রকাশ হয়েছে, এতে আনন্দিত। দেশে এসে কাজ করার সুযোগ হয়েছে, আল্লাহর শোকরিয়া। অনেক আনন্দ ও তিক্ত অভিজ্ঞতা নিয়ে ফিরে যাচ্ছি।

দেশ কেমন দেখলেন, অনেকেই জানতে চাইবেন। এককথায় উত্তর দিয়ে রাখি। আমি হতাশ।

শেখ হাসিনা পালিয়ে গেছেন এটুকুই শান্তি। বাকি সব আগের চেয়েও অবনতি মনে হয়েছে আমার কাছে। বদলি, পোস্টিংয়ে টাকার ছড়াছড়ি। ঘুস, দুর্নীতি কোনো কোনো ক্ষেত্রে বেড়েছে বলেই ভুক্তভোগীদের অভিমত।

লুটেরা, চাঁদাবাজ শুধু চেহারার পরিবর্তন হয়েছে। চাঁদার রেট কোনো কোনো জায়গায় বেড়ে গেছে আগের তুলনায়। ফাইল আগের মতোই আটকে থাকে ঘুসের অপেক্ষায়।

বিপ্লব বলতে যা বোঝায়, তার ধারেকাছেও কিছু নেই। আপাতত এবারের মতো আল্লাহ হাফেজ বাংলাদেশ। এত রক্ত ও শহীদের আত্মা আমাদের অভিশাপ দেবে।’’

এসইউ/জেআইএম

Read Entire Article