ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যদের কোনোক্রমেই নিজ জেলায় মোতায়েন করা যাবে না। সেই সঙ্গে কমিউনিটি পুলিশ সদস্যদের কোনোভাবেই ভোটকেন্দ্রে দায়িত্ব দেওয়া যাবে না। নির্বাচন কমিশনে (ইসি) লিখিতভাবে এসব দাবি জানিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিএনপির তিন সদস্যদের একটি প্রতিনিধিদল নির্বাচন সংক্রান্ত ৩৬ দফা প্রস্তাব প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে জমা দেয়।
প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। সঙ্গে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং ইসির সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ জকরিয়া। এ তিনজন বিএনপির নির্বাচন কমিশনবিষয়ক কমিটির সদস্য।
বিএনপির প্রস্তাবের মধ্যে কয়েকটি হলো-
• নির্বাচনের যাবতীয় নিয়মকানুন যেমন ভোটাধিকার, ভোটদান প্রক্রিয়া ইত্যাদি সম্পর্কে ভোটারসহ আপামর জনসাধারণকে পত্রিকা, রেডিও, টেলিভিশন, প্রচারপত্র ইত্যাদির মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করে সচেতনতা সৃষ্টি করতে হবে।
• নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইনে বলা সব নির্বাচনী কর্মকর্তার (রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট, ভোটগ্রহণকারী কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তা ও সদস্য) সার্বিক নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে কোনো গাফিলতি পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে তাৎক্ষণিক প্রত্যাহার ও আইনানুগ ব্যবস্থা নেওয়া নিশ্চিত করতে হবে।
• ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যসার্ধের মধ্যেই কেবল নয়, বরং এর বাইরেও নির্বাচনী এলাকার যেকোনো স্থানে সন্ত্রাসী তৎপরতা তাৎক্ষণিকভাবে দমন করতে হবে।
• স্থানীয় পর্যবেক্ষকদের তাদের নিজস্ব জেলায় দায়িত্ব দেওয়া যাবে না। তাছাড়া রাজনৈতিক মতাদর্শ বা কোনো দলীয় ভাবধারা প্রচার করে এমন পর্যবেক্ষণ সংস্থাকে পর্যবেক্ষণের অনুমতি দেওয়া যাবে না।
• ছবিসহ ভোটার তালিকা ভোটের কর্মকর্তাসহ সব পোলিং এজেন্টকেও যথাসময়ে সরবরাহ করতে হবে।
• ভোট গণনা শেষ হওয়ার পরপরই নির্বাচনের ফলাফল প্রতিটি কেন্দ্র হতে সরাসরি ঘোষণা করতে হবে।
• প্রবাসীদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ আইনানুগ স্বচ্ছতার সঙ্গে করতে হবে। বিভিন্ন দেশে পোস্টাল ব্যালটে ভোটদানে ইচ্ছুক রেজিস্টার্ড প্রবাসী ভোটারদের তালিকা রাজনৈতিক দলকে যৌক্তিক সময়ের আগেই সরবরাহ করতে হবে।
এমওএস/একিউএফ/জেআইএম