আনিসুল হক ও মোশাররফ হোসেন ফের রিমান্ডে 

2 months ago 8
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ফের ৫ দিনের ও সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ফের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  বুধবার (১৮ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. মিজবাহ উর রহমানের আদালত পৃথক দুই মামলার শুনানি শেষে এ আদেশ দেন। এদিন সকালে তাদের কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মোশাররফ হোসেনকে পল্টন থানার বদরুল ইসলাম সায়মন হত্যাচেষ্টা মামলায় ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক বিমান তরফদার। অন্যদিকে শাহবাগ থানার মনির হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত মোশাররফ হোসেনের ৩ দিন ও আনিসুল হকের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতে পল্টন ও শাহবাগ থানার সাধারণ নিবন্ধন শাখা সূত্রে বিষয়টি জানা গেছে।  এর আগে, গত বছরের ১৩ আগস্ট পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার হন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। এছাড়া গত বছরের ২৭ অক্টোবর রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে ইন্জিনিয়ার মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করা হয়। এরপর তাদের বিভিন্ন মামলায় রিমান্ড শেষে কারাগারে রাখা হয়।
Read Entire Article