আনুষ্ঠানিক বাজেট প্রতিক্রিয়া জানাবে বিএনপি

3 months ago 29
অন্তর্বর্তী সরকারের ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি। বুধবার (৪ জুন) বেলা ১১টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই প্রতিক্রিয়া জানাবে দলটি। সোমবার (২ জুন) বিকেলে বনানীর ‘হোটেল সারিনা’য় অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত বাজেটের ওপরে নিজের তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রকাশকালে এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বাজেটের ওপর বিএনপির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে বুধবার সকাল ১১টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন হবে। সেদিন পার্টির পক্ষ থেকে বাজেটের ওপর আমাদের যে ভাবনা, সেটা আমরা দেব। এর আগে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। সংসদ না থাকায় অর্থ উপদেষ্টার বাজেট বক্তৃতা বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সম্প্রচার করা হয়।
Read Entire Article