আনুষ্ঠানিকভাবে নুরুদ্দিন অপুর নির্বাচনী প্রচার শুরু   ‎

‎শরীয়তপুর-৩ আসন (ভেদরগঞ্জ-ডামুড্যা-গোসাইরহাট) থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। ‎শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় গোসাইরহাট তার নিজ বাড়িতে দলীয় নেতাকর্মীদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভার মাধ্যমে এ প্রচারণা শুরু করেন। সভায় ভেদরগঞ্জ, ডামুড্যা ও গোসাইরহাট উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। ‎মতবিনিময় সভায় নুরুদ্দিন অপু বলেন, শরীয়তপুর-৩ আসনের মানুষ দীর্ঘদিন ধরে ন্যায্য অধিকার ও কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত। জনগণের প্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে এই আসনকে একটি আধুনিক ও উন্নত আসনে রূপান্তর করা সম্ভব। ‎তিনি আরও বলেন, জনগণের পাশে থেকে গণতন্ত্র, সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে সক্রিয় ভূমিকা রাখতে হবে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মহিতুল গনি মিন্টু সরদার, ভেদরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান রতন তালুকদার, আহ্বায়ক কমিটির সদস্য আবুল হাসেম ঢালী, মোহাম্মদ আসলাম মাঝি, বিএম ম

আনুষ্ঠানিকভাবে নুরুদ্দিন অপুর নির্বাচনী প্রচার শুরু   ‎

‎শরীয়তপুর-৩ আসন (ভেদরগঞ্জ-ডামুড্যা-গোসাইরহাট) থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

‎শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় গোসাইরহাট তার নিজ বাড়িতে দলীয় নেতাকর্মীদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভার মাধ্যমে এ প্রচারণা শুরু করেন। সভায় ভেদরগঞ্জ, ডামুড্যা ও গোসাইরহাট উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

‎মতবিনিময় সভায় নুরুদ্দিন অপু বলেন, শরীয়তপুর-৩ আসনের মানুষ দীর্ঘদিন ধরে ন্যায্য অধিকার ও কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত। জনগণের প্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে এই আসনকে একটি আধুনিক ও উন্নত আসনে রূপান্তর করা সম্ভব।

‎তিনি আরও বলেন, জনগণের পাশে থেকে গণতন্ত্র, সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মহিতুল গনি মিন্টু সরদার, ভেদরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান রতন তালুকদার, আহ্বায়ক কমিটির সদস্য আবুল হাসেম ঢালী, মোহাম্মদ আসলাম মাঝি, বিএম মোস্তফা, আনিসুর রহমান স্বপন সরদার, জাকির পালোয়ান ও আব্দুস সালাম সরদার।

‎এছাড়া গোসাইরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক সিদ্দিকুর রহমান, সদস্য তারেক আজিজ ও মোবারক ঢালী এবং ডামুড্যা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাহাদাত হোসেন, আহ্বায়ক কমিটির সদস্য জিল্লুর রহমান মধু মীর ও ডামুড্যা উপজেলা যুবদলের সভাপতি উজ্জ্বল সিকদার উপস্থিত ছিলেন।

সভা শেষে নেতাকর্মীরা আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow