নেত্রকোনার পূর্বধলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক (গ্রেড-১) আনসার উদ্দিন খান পাঠানের নিজ বাড়িতে প্রতিষ্ঠিত শাহেদা স্মৃতি পাঠাগারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
উপজেলার বৈরাটি ইউনিয়নের কাজলা গ্রামে প্রতিষ্ঠিত ওই পাঠাগারে সোমবার (৩০ জুন) দিনগত রাত দেড়টার দিকে পেছনের জানালা দিয়ে কে বা কারা পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এতে পাঠাগারের বেশ কিছু মূল্যবান বই পুড়ে গেছে।
স্থানীয় ব্যবসায়ী নিরঞ্জন নামের এক পথচারী প্রথমে আগুন দেখতে পান এবং সঙ্গে সঙ্গে আনসার উদ্দিন খান পাঠানের ছোট ভাই সানাউল হক পাঠানকে (মোহন) ডাক দেন। পরে পাঠাগারের দায়িত্বে থাকা হাফিজুর রহমান খান পাঠান (লেলিন) ও পরিবারের অন্যান্য সদস্যদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
অগ্নিকাণ্ডে পাঠাগারে রাখা প্রায় ৩০-৪০টি বই সম্পূর্ণ পুড়ে যায়। এতে আনুমানিক ৫ থেকে ৭ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পরপরই নেত্রকোনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার ও পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পূর্বধলা থানার ওসি মোহাম্মদ নুরুল আলম জানান, এ ঘটনায় পাঠাগারের লাইব্রেরিয়ান হাফিজুর রহমান খান পাঠান (লেলিন) অজ্ঞাত নাম উল্লেখ করে একটি মামলা করেছেন। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি তদন্ত করছি। দোষীদের চিহ্নিত করে শিগগিরই আইনের আওতায় আনা হবে।
এইচ এম কামাল/এফএ/জেআইএম