আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে মালয়েশিয়ায় বিশেষ সেমিনার

2 weeks ago 15

 

প্রতিবছর ১৮ ডিসেম্বর ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস’ এবং ৩০ ডিসেম্বর ‘জাতীয় প্রবাসী দিবস’ পালিত হয়ে আসছে। তবে এ বছর দুটি দিবস একই দিনে পালনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। দিবস দুটি একসঙ্গে পালন করলে শ্রমঘণ্টা সাশ্রয়সহ সরকারি অর্থের ব্যয় সংকোচন সম্ভব হবে বলে জানানো হয়।

এ দিবস উপলক্ষে দেশ গঠনে অভিবাসীদের অবদান এবং তাদের অধিকারের প্রতি সম্মান জানাতে মালয়েশিয়ার কুয়ালালামপুরে সি মিলেনিয়াম ট্রেড (এম) এসডিএন বিএইচডির প্রধান কার্যালয়ে বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ডিসেম্বর) বিশেষ সেমিনার আয়োজন করে এশিয়ায় বাঙালি কমিউনিটির মুখপাত্র ভয়েস এশিয়ান ডট নিউজ। প্রবাসী বাংলাদেশিদের সরব উপস্থিতিতে সেমিনার হয়ে ওঠে প্রাণবন্ত।

প্রতিবছর ১৮ ডিসেম্বর ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস’ এবং ৩০ ডিসেম্বর ‘জাতীয় প্রবাসী দিবস’ পালিত হয়ে আসছে

এ বিষয়ে ভয়েস এশিয়ান ডট নিউজের এডিটর এবং সিইও প্রকৌশলী মোশাররফ জুয়েল বলেন, প্রবাসী বাংলাদেশিরা মালয়েশিয়া ও বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আমাদের দেশের সরকার নিরাপদ ও নৈতিক অভিবাসন নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী সি মিলেনিয়াম ট্রেড (এম) এসডিএন বিএইচডির ম্যানেজিং ডিরেক্টর সিআইপি মো. অহিদুর রহমান। তিনি তার বক্তব্যে প্রবাসী বাংলাদেশি কর্মীদের উদ্দেশে বলেন, আজ বিশেষ এক দিবসকে কেন্দ্র করে আয়োজিত অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি প্রমাণ করে আপনারা দেশকে কতটা ভালোবাসেন। আপনাদের কাছে একটাই অনুরোধ, যখন কাজ করবেন দেশের সম্মানের কথা মাথায় রেখে কাজ করবেন। কষ্টে অর্জিত অর্থ বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে দেশে পাঠাবেন।

অনুষ্ঠানে সিআইপি মো. অহিদুর রহমানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন ভয়েস এশিয়ান ডট নিউজের এডিটর মোশাররফ জুয়েল এবং নিউজ এডিটর মো. সাজেদুল হক ডিউক।

সেমিনার শেষে মো. আনিসুর রহমান, মো. রহমত উল্লাহ এবং মো. কিরন মজুমদারকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

কেএসআর/জেআইএম

Read Entire Article