আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন ক্লাসেন

3 months ago 61

দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটার হেনরিখ ক্লাসেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। আগামী দিনগুলোতে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর ওপর বেশি গুরুত্ব দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন ডানহাতি এই ব্যাটার।

ক্লাসেন সিদ্ধান্তটি অনুমিতই ছিল। কেননা গেল এপ্রিলে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) তাকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দিয়েছিল। এর আগ পর্যন্ত শুধু সাদা বলের ফরম্যাটে চুক্তিতে ছিলেন তিনি। আর টেস্ট থেকে অবসর নিয়ে ফেলেছিলেন ২০২৪ সালের জানুয়ারিতে।

এক বিবৃতিতে ক্লাসেন বলেন, আজ আমার জন্য একটি দুঃখের দিন। কারণ আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। ভবিষ্যতে আমার ও আমার পরিবারের জন্য কোনটা ভালো হবে, তা নিয়ে অনেক ভাবনা-চিন্তার পর এই কঠিন সিদ্ধান্ত নিয়েছি। তবে এই সিদ্ধান্তে আমি পুরোপুরি শান্তিতে আছি।

বর্তমানে বিশ্বের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে ক্লাসেন অনেক চাহিদা রয়েছে। তিনি এই গ্রীষ্মে যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) সিয়াটল ওর্কাস দলের হয়ে খেলবেন এবং এরপর ইংল্যান্ডের দ্য হান্ড্রেড টুর্নামেন্টে খেলবেনর ম্যানচেস্টার অরিজিনালসের জার্সিতে।

এমএইচ/

Read Entire Article