আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিশুদের হাতের লেখা প্রতিযোগিতা

1 month ago 28

ফেনীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদ আবদুস সালাম স্মৃতি পরিষদের আয়োজনে শিশুদের সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ১১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) ভাষা শহীদ আবদুস সালামের নিজ গ্রাম সালাম নগরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ভাষা শহীদ আবদুস সালাম স্মৃতি পরিষদের সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজলুল্লাহ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ফেনী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মুক্তার হোসেন। এতে বিশেষ অতিথি উপস্থিত উপস্থিত ছিলেন ফেনীর প্রবীণ সাংবাদিক দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মো. আবু তাহের, ভাষা শহীদ আব্দুস সালামের ছোট ভাই সুবেদার (অব.) আব্দুল করিম, দৈনিক কালবেলার স্টাফ রিপোর্টার আব্দুল্লাহ আল জোবায়ের। 

এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন ফেনীর সাধারণ সম্পাদক ও কালবেলা পত্রিকার ফেনী জেলা প্রতিনিধি মিজানুর রহমান, দাগনভূঞা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সংগ্রামের দাগনভূঞা প্রতিনিধি এম এ তাহের পন্ডিত, ফেনী জেলা যুবদলের সদস্য নাসির উদ্দিন, সাবেক মেম্বার সদস্য হারিছ আহমদ পেয়ারসহ বাসা শহীদ সালাম স্মৃতি পরিষদের বিভিন্ন স্তরের সদস্যরা। 

পরে অতিথিরা সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন।

Read Entire Article