আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে ইনার হুইল ক্লাব জাহাঙ্গীরনগরের শিক্ষা উপকরণ বিতরণ
আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে বিশ্বব্যাপী সাক্ষরতার চ্যালেঞ্জ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য শিক্ষা উপকরণ বিতরণ করেছে ইনার হুইল ক্লাব জাহাঙ্গীরনগর।
ক্লাবের প্রেসিডেন্ট সেলিনা রহমান, সেক্রেটারি বেগম সালমা আসিফ ও অন্যান্য মেম্বার ঢাকার গ্রিন রোডে অবস্থিত সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান YWCA Free School এর শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষা উপকরণ বিতরণ করেন।
দিবসটি উপলক্ষে ইনার হুইল ক্লাবের পক্ষ থেকে শিক্ষার্থীদের স্ন্যাকস ও চকলেট দেয়। শিক্ষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ ও মনোযোগ বাড়ানোর লক্ষ্যে এ কার্যক্রম পরিচালিত হয় বলে জানান সংশ্লিষ্টরা।
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো (UNESCO)-এর নেতৃত্বে এ উদ্যোগ নেওয়া হয়। এ সময় YWCA Free School এর প্রধান শিক্ষিকা, জেনারেল সেক্রেটারি ও অন্যান্য শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।