আন্দোলনে আহতদের তালিকায় সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির নাম
সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চূড়ান্ত তালিকায় কৌশল অবলম্বন করে নাম লেখানোর অভিযোগ উঠেছে পিরোজপুরের নাজিরপুর উপজেলার আনিছুর রহমান নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এতে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।
আনিছুর উপজেলার ৩ নম্বর দেউলবাড়ী দোবড়া ইউনিয়নের বিলডুমুরিয়া গ্রামের আব্দুস সালামের ছেলে।
তিনি বরিশাল বিএম কলেজের অনার্সের শেষ বর্ষের ছাত্র এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বরিশালে ব্যাপক ভূমিকাও পালন করেছেন বলে দাবি করেন।
এদিকে ওই আন্দোলনে আহতদের তালিকায় আনিছুরের নাম থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয় কালবেলার অসুসন্ধানে উঠে আসে ঘটনার আদ্যোপান্ত।
মোটরসাইকেল দুর্ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তালিকায় নাম দেখে নাজিরপুরের অবাক হন এলাকাবাসী। তারা বিশ্বাস করতে পারছে না এ ঘটনা। তাদের প্রশ্ন, কীভাবে এটা হলো?
জানা যায়, গত ১৬ জুলাই আনিসুর রহমান ব্যক্তিগত কাজে বিলডুমুরিয়া থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে বড় ভাই রেজাউল মোল্লাকে নিয়ে রওনা দেন। পথে নাজিরপুর-গোপালগঞ্জ হাইওয়ে রোডে দুর্ঘটনার শিকার হন। গুরুতর আহত হয়ে প্রথমে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা গাজী মেডিকেলে এবং শেষে ঢাকার পঙ্গু হাসপাতাল ও ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসা নেন।