আন্দোলন স্থগিত করল ফিজিওথেরাপিস্টরা

3 months ago 46
বাংলাদেশ কলেজ অব ফিজিওথেরাপি দ্রুত বাস্তবায়ন ও সব সরকারি হাসপাতালে প্রথম শ্রেণির পদ নিয়োগের দাবিতে সারাদিন অনশন পালন করেছে সম্মিলিত ফিজিওথেরাপি শিক্ষার্থী পরিষদ। তবে এ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের আলোচনা করার আশ্বাসে দুদিনের জন্য আন্দোলন স্থগিত করেছে তারা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের সামনে অনশন পালন করেন ফিজিওথেরাপিস্টরা। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, সম্মিলিত ফিজিওথেরাপি শিক্ষার্থী পরিষদের আমরণ অনশন শুক্রবার এবং শনিবার দুদিন বিরতি দিয়ে রোববার আবারো শুরু হবে। রোববার সারাদিন স্বাস্থ্য অধিদপ্তরে অবস্থান করবেন তারা। তারা আরও জানান, আজ এডিজি স্যার আমাদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন। এতে সিদ্ধান্ত দেন আগামী রোববার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক স্যারের উপস্থিতিতে একটি আলোচনা অনুষ্ঠিত হবে এবং আলোচনায় আমাদের সব দাবির তথ্যসহ তারা স্বাস্থ্য মন্ত্রণালয় প্রেরণ করবেন। এ ছাড়া স্বাস্থ্য উপদেষ্টা আমাদের সঙ্গে কবে সাক্ষাৎ করবেন সেটির সিদ্ধান্ত তারা জানিয়ে দিবেন।
Read Entire Article