আন্দোলনে আহত ফারাবির সফল অস্ত্রোপচার সম্পন্ন
ছাত্র-জনতার অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয় ঢাকা কলেজের শিক্ষার্থী আমানুল্লাহ ফারাবি। এতে তার পায়ের লিগ্যামেন্ট ছিঁড়ে যায় এবং এসিএল, পিসিএল ও মিনিস্কাস ইঞ্জুরি হয়। শুরুতে নারায়ণগঞ্জের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় ফারাবিকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে রেফার করা হয়। পরে রোববার ডা. এম আলির তত্ত্বাবধায়নে তার পায়ের সফল অস্ত্রোপচার সম্পন্ন করা হয়।
মঙ্গলবার (২৬ নভেম্বর) আমানুল্লাহ ফারাবি নিজেই তার পায়ের সফল অস্ত্রোপচারের কথা জানান।
ফারাবি সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) লেফট্যানেন্টে কর্নেল ডা. সালাউদ্দিন আহমদের অধীনে চিকিৎসাধীন ছিলেন। ফারাবি এখন আগের থেকে অনেকটা সুস্থ। তবে আরও কয়েকদিন হাসপাতালে ভর্তি থাকতে হবে বলে নিজেই জানিয়েছেন।
ফারাবি বলেন, জুলাই অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছে, আহত হয়েছে তাদের যেন দেশ ও জাতি স্মরণে রাখে। বিপ্লবের চেতনায় যেন দেশ গড়া হয়। আহত যারা কখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না তাদের পুনর্বাসনের ব্যবস্থাও যেন রাষ্ট্র করে দেয়। কারণ এই ত্যাগের বিনিময়েই নতুন বাংলাদেশ এসেছে।
উল্লেখ্য যে, আমান উল্লাহ ফারাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গত ৩ আগস্টের রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে পুলিশের হামলায় আহত হন। তিনি ঢাকা কলেজের ইংরেজি বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী।