আন্দোলনে হামলা মামলায় আসামিদের গ্রেফতার দাবিতে বিএনপির বিক্ষোভ

1 month ago 16

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী সাগর নিহতের ঘটনায় আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ময়মনসিংহ মহানগর বিএনপি।

ময়মনসিংহ/ আন্দোলনে হামলা মামলায় আসামিদের গ্রেফতার দাবিতে বিএনপির বিক্ষোভ

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে নগরীর দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসন কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেন তারা।

ময়মনসিংহ/ আন্দোলনে হামলা মামলায় আসামিদের গ্রেফতার দাবিতে বিএনপির বিক্ষোভ

বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে দেওয়া বক্তব্যে মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ জানান, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সরাসরি নির্দেশে ময়মনসিংহ সদর-৪ আসনের সাবেক এমপি, সিটি করপোরেশনের মেয়রসহ জেলা ও মহানগর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকের নেতৃত্বে হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলে সাগর নামের এক শিক্ষার্থী নিহত হন।

এসআর/এএসএম

Read Entire Article