আন্দোলনের মুখে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ

11 hours ago 6

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শুভময় দত্ত।

শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আনিসুর রহমান বরাবর এ পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে উপাচার্য অধ্যাপক শুভময় দত্ত উল্লেখ করেছেন, ‘শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করলাম।’

বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্ট্রিজের বর্তমান সেক্রেটারি (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আযহারুল ইসলাম উপাচার্যের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। রাতে তিনি বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

এর আগে নানান দুর্নীতি-অনিয়মের কারণে স্থায়ী ক্যাম্পাসে যেতে না পারাসহ বিভিন্ন দাবিতে আন্দোলনে নামেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার সকাল থেকে তারা রাজধানীর বনানী এলাকার কামাল আতাতুর্ক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

এসময় তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির নানান অনিয়ম রোধ এবং অযোগ্য কর্মকর্তাদের সরিয়ে দেওয়ার দাবি জানান।

এএএইচ/কেএসআর

Read Entire Article