টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে পুরস্কার পেলো ৪ কিশোর

1 month ago 24

চট্টগ্রামের মিরসরাইয়ে টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে পুরস্কার চার কিশোর। উপজেলার ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের সাহেবপুর জামে মসজিদের উদ্যোগে এ পুরস্কার দেওয়া হয়।

শনিবার (২১ ডিসেম্বর) পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঐতিহাসিক ছুটি খাঁ জামে মসজিদের খতিব মাওলানা নুরুল আলম তৌহিদী।

পুরস্কার পাওয়া কিশোররা হলো রহমতুল্লাহ (জিশান), সাজিদ চৌধুরী, তানবীর তাসিব ও সাজিদুল ইসলাম।

হাফেজ মাওলানা আবুল কাশেম ও তার সহকারী আবু সুফিয়ানের আয়োজনে প্রথম পুরস্কার পাঁচ হাজার টাকা (দুজন ১০ হাজার), দ্বিতীয় পুরস্কার তিন হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার হিসেবে দুই হাজার টাকা প্রদান করা হয়।

মাওলানা নুরুল আলম তৌহিদী বলেন, এটি খুবই প্রশংসনীয় উদ্যোগ। এমন উদ্যোগের কারণে তরুণ ও যুবকরা মসজিদমুখী হবেন।

এম মাঈন উদ্দিন/এসআর

Read Entire Article