আন্ধারমানিকের এক কোরাল সাড়ে ১০ হাজারে বিক্রি

2 months ago 42

বরগুনার তালতলী উপজেলার আন্ধারমানিক নদীতে জেলের জালে ধরা কোরাল মাছটি সাড়ে ১০ হাজার টাকায় বিক্রি করেন স্থানীয় এক মৎস্য ব্যবসায়ী। মাছটির ওজন সাড়ে ১০ কেজি বলে জানা গেছে।  

বুধবার (৪ জুন) বেলা ১১টার দিকে উপজেলার বড়বগী ইউনিয়নের নিওপাড়া এলাকার জেলে মো. রুবেল মিয়ার জালে এই কোরাল মাছটি ধরা পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে আন্ধারমানিক নদীতে মাছ ধরতে জাল ফেলেন রুবেল মিয়া। পরে বুধবার সকালে জাল টানার সময় বিশাল কোরাল মাছটি ধরা পড়ে। এরপর তিনি মাছটি তালতলী বাজারে নিয়ে যান এবং স্থানীয় মৎস্য ব্যবসায়ী আলমগীর হোসেনের কাছে ৯ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন। পরে আলমগীর হোসেন মাছটি প্রতি কেজি ১ হাজার টাকা দরে হোটেল ব্যবসায়ী মো. মঞ্জু মিয়ার কাছে ১০ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন।

এদিকে আন্ধারমানিক নদীতে এত বড় কোরাল মাছ এর আগে দেখা যায়নি। ঘটনাটি আশেপাশের এলাকায় বেশ সাড়া ফেলেছে।

এ বিষয়ে তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর ভাইন বলেন, সরকারি নিষেধাজ্ঞা মেনে সাগর ও নদ-নদীতে মাছ শিকার কমে যাওয়ায় মাছের প্রজনন বেড়েছে। পাশাপাশি অবৈধ জাল ব্যবহার বন্ধ থাকায় নদীতে বড় আকারের মাছ পাওয়া যাচ্ছে। এই বিশাল কোরাল মাছটি তারই প্রমাণ।


 

Read Entire Article