আপনার গ্যালারির সেরা ছবি খুঁজে দেবে মেটা

10 hours ago 5

মেটা নতুন একটি ফিচার এনেছে। এখন থেকে ব্যবহারকারীর ফোনের সেরা ছবিটি খুঁজে দেবে। অনেক সময় দেখা যায় কোথাও ঘুরতে গেলেন কিংবা কোনো বিশেষ মুহূর্ত ফোনে ক্যাপচার করে রাখেন। কিন্তু সেসব ছবি আর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন না বিভিন্ন কারণে।

অনেক ভালো ছবিও অন্য ছবির ভিড়ে ফেসবুক বা ইনস্টাগ্রামের দেওয়াল পর্যন্ত আর পৌঁছাতে পারে না। এবার থেকে সেই সব ছবির সন্ধান দেবে মেটার নতুন ফিচার। শুধু ছবি খুঁজে দিয়েই কাজ শেষ নয়, এই ফিচারে আছে আরও বেশ কিছু সুবিধা।

এই যেমন ধরুন, কোনো ছবিতে এআই দিয়ে কোন ধরনের এডিট করে পোস্ট করলে নেট দুনিয়ায় ভাইরাল হওয়া যেতে পারে, তা জানাবে এই ফিচার। কোন ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা কতটা যুক্তিযুক্ত হবে, সে সংক্রান্ত টিপসও মিলবে। আপনার সুপ্ত ফোটোগ্রাফার প্রতিভাকে জাগিয়ে তুলতে দারুণ সহায়ক হতে পারে এই ফিচার।

তবে মুদ্রার যেমন এপিঠ-ওপিঠ আছে, তেমনি নতুন ফিচারের সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও আছে বটে। নতুন ফিচারের সুবিধা নিয়ে শুনতে খুব ভালো লাগতে পারে। কিন্তু এই সব ফেসিলিটির আড়ালে লুকিয়ে আছে প্রাইভেসি নষ্টের হাতছানি।

এবার থেকে আর শুধু ফেসবুকে পোস্ট করা ছবিই নয়, আপনার ফোনে থাকা অন্য ব্যক্তিগত ছবিতেও নজর পড়বে এআই-এর, সেই ছবিকে সে নিজের মতো বদলও করবে। ফলে প্রাইভেসি রক্ষা করা এখন অনেক কঠিন হবে ব্যবহারকারীদের জন্য।

আরও পড়ুন
হোয়াটসঅ্যাপে ছবি-মেসেজে স্টিকার রিয়্যাকশন দেওয়া যাবে
এবার বিপজ্জনক ১৫ লাখ অ্যাপ সরালো গুগল

সূত্র: টেক ক্রাঞ্চ

কেএসকে/জেআইএম

Read Entire Article