আপনার দুর্বল পাসওয়ার্ড নিজেই বদলে দেবে গুগল ক্রোম

5 months ago 80

গুগল ক্রোম কমবেশি সবাই ব্যবহার করেন। নিরাপদ সার্চ ব্রাউজিং হিসেবে গুগল ক্রোম জনপ্রিয়। হ্যকারদের জন্য এখন কোথাও নিরাপদ থাকা যায় না। সব জায়গায় হ্যাকারের আক্রমণ। হ্যাকারের থেকে ব্যবহারকারীদের সুরক্ষা দিতে গুগল অসংখ্য ফিচার যুক্ত করেছে।

যে কোনো অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা। এক্ষেত্রে দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করা সবচেয়ে বড় ভুল। তবে এখন আপনি দুর্বল পাসওয়ার্ড দিলেও গুগল ক্রোম আপনাকে তা সংশোধন করে দেবে।

অটোমেটেড পাসওয়ার্ড চেঞ্জ ফিচার একেবারে নতুন, তা নয়। গুগল এর আগে অ্যান্ড্রয়েডে অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে পাসওয়ার্ডে বদলানোর ফিচার এনেছিল। কিন্তু সরাসরি পাসওয়ার্ড বদলে দেওয়ার এমন পদ্ধতি এই প্রথম।

নতুন ফিচার ক্রোমের বর্তমান গুগল পাসওয়ার্ড ম্যানেজার ফিচারেরই আপডেটেড ভার্শন হতে চলেছে। এখনও পর্যন্ত ওই ফিচার কেবল দুর্বল পাসওয়ার্ডকে চিহ্নিত করতে পারে মাত্র। কিন্তু এবার নয়া আপডেটে আরও একধাপ এগিয়ে যাওয়া যাবে।

ধরুন, কেউ পাসওয়ার্ড দিল ‘পাসওয়ার্ড’ কিংবা ‘১২৩৪’। এমন ধরনের দুর্বল পাসওয়ার্ড এবার কেবল চিহ্নিতই নয় স্বয়ংক্রিয় ভাবে তা বদলে শক্তিশালী পাসওয়ার্ডও তৈরি করে দেবে গুগল ক্রোম।

তবে অবশ্যই সেটা ব্যবহারকারীর অনুমোদনসাপেক্ষ। অর্থাৎ আপনি যদি ব্যবহারকারী হন, তাহলে ওই নতুন পাসওয়ার্ডটি আপনার পছন্দ করার বা না করার অধিকার থাকছে। যদি রাজি হন তবেই তা বদলানো যাবে। তবে এখনই নয়, এই নয়া ফিচার আসতে আসতে এই বছরের শেষ, এমনটাই জানা যাচ্ছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কেএসকে/জিকেএস

Read Entire Article