নারী ফুটবলে ইতিহাস গড়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথমবারের মতো এশিয়ান কাপের চূড়ান্তপর্বে নাম লিখিয়ে রোববার মধ্যরাতে দেশে ফিরেছে দল। রাতেই তাদের সংবর্ধনা দেওয়া হয়েছে রাজধানীর হাতিরঝিলের আম্ফি থিয়েটারে।
সংবর্ধনা অনুষ্ঠানে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল উচ্ছ্বসিত প্রশংসায় ভাসান নারী ফুটবলারদের। এই সাফল্যের পেছনে থাকা প্রত্যেককে ধন্যবাদ জানান তিনি।
নারী ফুটবল দলকে উদ্দেশ্য করে তাবিথ আউয়াল বলেন, ‘শুধু বাংলাদেশের পক্ষ থেকে নয়, পুরো পৃথিবীর সব বাংলাদেশির পক্ষ থেকে, পুরো পৃথিবীর নারী সমাজের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি।’
‘আপনারা দুটি কাজ করেছেন। নতুন করে ইতিহাস লিখছেন এবং আমাদের সমাজের মনমানসিকতা বদলানোর যাত্রায় এগিয়ে নিচ্ছেন। সেজন্য আপনাদের ধন্যবাদ।’
নারী দলের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে বাফুফে সভাপতি বলেন, ‘আমরা ১৮ কোটি মানুষ। এটা একটা বড় টিমওয়ার্ক। নারী দলের পাশে আমরা ছিলাম, আগামীতেও থাকব। ১৮ কোটি মানুষের দল, আপনাদের ওপর বিশ্বাস-আস্থা রাখছি। যেভাবে আমরা নারী দলের পেছনে ছিলাম, ভবিষ্যতেও থাকব। আমরা আপনাদের ওপর আস্থা রাখছি এবং প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের পেছনে আমরা আছি।’
তাবিথ আউয়াল বলেন, ‘বাংলাদেশের ফুটবল এগিয়ে যাবে। নারী দলের জন্য পুরো পৃথিবী আজ বাংলাদেশকে অন্যরূপে চিনছে। আমরা এখন বন্যা-দুর্যোগের দেশ নই। আমরা এখন নারীর সমতা এবং নারীর ক্ষমতায়নের দেশ। এখান থেকে আমরা কোনোদিন পিছিয়ে যাব না। এই নারী সমাজকে আমরা আর পিছিয়ে থাকতে দিব না। আপনারা লড়েছেন দেশের জন্য, নারী সমাজের জন্য।’
এমএমআর/জিকেএস