আপনি প্রথমে যা দেখেছেন, তা আপনার ভেতরের লুকানো শক্তি প্রকাশ করে

2 hours ago 2
অপটিক্যাল ইলিউশনের সঙ্গে এখন অনেকেই পরিচিত। অপটিক্যাল ইলিউশন হচ্ছে একটি দৃষ্টিভ্রম ছবি বা ভিডিওর একাধিক অর্থ, যা ব্যক্তিভেদে সবসময় আলাদা উত্তর হয়ে থাকে।  তরুণ প্রজন্ম সোশ্যাল মিডিয়ায় দৃষ্টিভ্রম ছবি দেখলে তা সমাধানের চেষ্টা করেন। এতে অবশ্য মস্তিস্কের বিকাশ ঘটে। এ ছাড়া চোখের দৃষ্টিশক্তিও যাচাই হয়। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি দৃষ্টিভ্রম ছবি দেখা যায়।  এতে কেউ দেখছেন একজন নারী যে কিনা নাচছে, আবার কারও চোখে ধরা পড়ছে একজন পুরুষের ছায়া। কিন্তু এই প্রথম দেখাতেই লুকিয়ে রয়েছে এক গভীর বার্তা। আপনার লুকানো শক্তি কী? এখানে একটি দৃষ্টিভ্রান্তির (অপটিক্যাল ইলিউশন) ছবি রয়েছে, যা আপনি প্রথমে কী দেখলেন, তার ওপর ভিত্তি করে আপনার ব্যক্তিত্বের গোপন দিক, পছন্দ-অপছন্দ এমনকি আপনার ভেতরের ভয় আর আকাঙ্ক্ষাও প্রকাশ পেতে পারে। অপটিক্যাল ইলিউশন বা চোখের ধাঁধা নতুন কিছু নয়। আমাদের চোখ ও মস্তিষ্কের মধ্যে সমন্বয়ের ঘাটতি থেকেই তৈরি হয় এই বিভ্রম। তবে এমন অনেক ছবিই আছে, যেগুলো শুধু দৃষ্টিভ্রম তৈরি করে না, মানুষের মনোজগৎ ও ব্যক্তিত্বও উন্মোচন করে। ব্যক্তিত্ব যাচাই: দৃষ্টিভ্রান্তির মাধ্যমে এই ধরনের দৃষ্টিভ্রান্তিমূলক ব্যক্তিত্ব পরীক্ষাগুলো খুবই আকর্ষণীয়, কারণ এখানে মনোবিজ্ঞান আর চাক্ষুষ ধাঁধার মিশ্রণ ঘটে। ছবির মধ্যে আপনি যা প্রথমে দেখেন, তা থেকেই অনেক সময় আপনার মন ও চরিত্রের অজানা দিকগুলো ধরা পড়ে। ছবির যে অংশটি আপনার চোখে প্রথম পড়ে, সেটি আসলে আপনার চিন্তাধারা, আবেগ, বা আচরণগত প্রবণতাকে প্রকাশ করতে পারে — যার মাধ্যমে বোঝা যায় আপনি নিজের ভেতরে কেমন একজন মানুষ। তো আপনি প্রথমে কী দেখেছেন — একজন নাচানো মেয়ে নাকি একজন পুরুষের ছায়া? যদি আপনি প্রথমে একজন নারীকে নাচতে দেখে থাকেন তাহলে আপনি একজন অত্যন্ত আত্মবিশ্বাসী মানুষ। আপনার এই বিশেষ গুণটি আপনাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। আপনার জীবনে এমন অনেক লোক এসেছে, যারা আপনাকে নিচে নামানোর চেষ্টা করেছে বা আপনার জায়গাটা নিতে চেয়েছে। কিন্তু কেউই তা পারেনি। আপনি দারুণভাবে এসব মানুষকে দূরে সরিয়ে রাখতে পেরেছেন। আপনি সব সময় নিজের ভালোমন্দ, স্বপ্ন, আর মানসিক শান্তিকে প্রাধান্য দেন। আপনার এই আত্মবিশ্বাসই আপনাকে শক্ত করে রেখেছে এবং অন্যদের কাছেও আপনি এক ধরনের অনুপ্রেরণা। স্বাভাবিকভাবেই, আপনার অর্জনগুলো দেখে অনেকেই ঈর্ষান্বিত। তারা আপনার ভালোবাসা, ক্যারিয়ার আর গড়ে তোলা জীবনকে হিংসে করে। ছবিতে নাচানো মেয়েটিকে প্রথমে দেখা মানে শুধু সেটি ভালো লাগা না—এটা আসলে আপনার জীবনের সংগ্রামে জয় পাওয়া আর নিজের মতো করে বাঁচার প্রতীক। এই আত্মবিশ্বাস আর দৃঢ়তা ধরে রাখুন! যদি আপনি প্রথমে একজন পুরুষের ছায়া দেখে থাকেন তবে এটি বোঝায় আপনি স্বভাবগতভাবে একজন আশাবাদী মানুষ। ছবিতে ছায়াময় সেই পুরুষটি আপনার চোখে প্রথমে ধরা পড়েছে, কারণ আপনার মন কিছু বিশেষ খুঁটিনাটি ধরতে পারে। আপনি জীবনের ছোট ছোট জিনিস থেকেও আনন্দ খুঁজে নিতে পারেন। আপনার জীবনের অভিজ্ঞতা এত বৈচিত্র্যপূর্ণ যে মনে হয়, আপনার গল্প দিয়ে পুরো একটা উপন্যাস লেখা যেতে পারে। তবুও, আপনি বেশিরভাগ সময় নিজের কষ্ট চুপচাপ সহ্য করে যান, অন্যের সঙ্গে না বলেই। আপনি যেখানে পৌঁছেছেন, সেখানে আসতে অনেক বাধা পেরিয়ে এসেছেন, কিন্তু আপনার ইতিবাচক মানসিকতা আপনাকে কখনো ভেঙে পড়তে দেয়নি। তবে সবকিছু একা সামলানোটা মাঝে মাঝে ক্লান্তিকর হয়ে পড়ে। যদিও আপনি অনেক আত্মনির্ভরশীল, কিন্তু এটাও ঠিক যে আপনি প্রায়ই নিজের প্রয়োজনের চাইতে অন্যের খেয়াল রাখেন বেশি। আপনি অনেক সময় নিজের সুখ ত্যাগ করে অন্যদের পাশে দাঁড়ান। এটা নিঃসন্দেহে প্রশংসনীয়, কিন্তু এই আত্মত্যাগ আপনার আত্মসম্মানে প্রভাব ফেলতে পারে। ইলিউশনভিত্তিক কুইজ বা ফিচার কেন এত জনপ্রিয়? সাইকোলজিক্যাল টেস্ট বা অপটিক্যাল ইলিউশনভিত্তিক কুইজ বা ফিচার এখন সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয়। কারণ এগুলো শুধু বিনোদন দেয় না, নিজের সম্পর্কে ভাবার সুযোগও দেয়। অনেকেই বলেন, এগুলো নিছক মজা, আবার অনেকে বিশ্বাস করেন- অবচেতন মন সত্যিই কিছু ইঙ্গিত দেয়।  আরও পড়ুন : প্রথমে কী দেখছেন বলে দেবে আপনি কীভাবে চিন্তা করেন মনোবিজ্ঞানীরা বলেন, ‘আমাদের ব্রেন যখন অস্পষ্ট বা দ্ব্যর্থবোধক কোনো ছবি দেখে, তখন যে উপাদান আগে শনাক্ত করে, তা আমাদের মানসিক অগ্রাধিকার বা প্রবণতার দিকে ইঙ্গিত দেয়।’  ছবি দেখে আপনি কী দেখলেন? হয়তো তা নিছক মজার প্রশ্ন মনে হতে পারে, কিন্তু সেটিই আপনাকে নিজেকে চিনতে সাহায্য করতে পারে। আপনিও কি নিজের উত্তর পেয়েছেন?  এখন সময় বন্ধুদের সঙ্গে শেয়ার করে জানার তারা কোন দলে? সূত্র:  এই সময় অনলাইন
Read Entire Article