আপসহীন নেত্রীর মৃত্যুতে রাজশাহীতে শোকের ছায়া

সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাজশাহীজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকেই বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মধ্যে শোক ও বেদনার আবহ তৈরি হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল থেকেই দলীয় কার্যালয়, নেতাকর্মীদের বাসা-বাড়ি ও রাজনৈতিক অঙ্গনে দেখা যায় আবেগঘন পরিবেশ। অনেককে কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে। সকালে শহরের মালোপাড়ায় মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের ভিড় জমতে শুরু করে। কার্যালয়ের ভেতর-বাইরে শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়। নেতাকর্মীদের মুখে মুখে দেখা যায় প্রিয় নেত্রীর স্মৃতি, ত্যাগ, দেশ ও দলের জন্য অবদান এবং রাজনৈতিক সংগ্রামের কথা। এদিন বেলা সাড়ে ১১টায় মহানগর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি নজরুল হুদা, আসলাম সরকার, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, জেলা বিএনপির সদস্য রায়হানুল আলম রায়হানসহ অন্য নেতাকর

আপসহীন নেত্রীর মৃত্যুতে রাজশাহীতে শোকের ছায়া

সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাজশাহীজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকেই বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মধ্যে শোক ও বেদনার আবহ তৈরি হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল থেকেই দলীয় কার্যালয়, নেতাকর্মীদের বাসা-বাড়ি ও রাজনৈতিক অঙ্গনে দেখা যায় আবেগঘন পরিবেশ। অনেককে কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে। সকালে শহরের মালোপাড়ায় মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের ভিড় জমতে শুরু করে। কার্যালয়ের ভেতর-বাইরে শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়। নেতাকর্মীদের মুখে মুখে দেখা যায় প্রিয় নেত্রীর স্মৃতি, ত্যাগ, দেশ ও দলের জন্য অবদান এবং রাজনৈতিক সংগ্রামের কথা।

এদিন বেলা সাড়ে ১১টায় মহানগর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি নজরুল হুদা, আসলাম সরকার, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, জেলা বিএনপির সদস্য রায়হানুল আলম রায়হানসহ অন্য নেতাকর্মীরা।

উপস্থিত নেতাকর্মীরা প্রিয় নেত্রীর জন্য চোখের জল ফেলেন। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ এক অপূরণীয় ক্ষতির মুখে পড়েছে। তিনি শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন, বরং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের এক অবিসংবাদিত নেত্রী ছিলেন। দেশের স্বাধীনতা-পরবর্তী রাজনৈতিক ইতিহাসে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

নেতাকর্মীরা বলেন, এই শোকের মুহূর্তে দলকে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ রাখাই হবে বেগম খালেদা জিয়ার প্রতি প্রকৃত শ্রদ্ধা। তার আদর্শকে ধারণ করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির সকল নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow