আফগানিস্তান ক্রিকেটে এক সোনালি অধ্যায় যেন শেষ হতে চলেছে। রশীদ-নবীদের প্রধান কোচ হিসেবে জোনাথন ট্রটের সফল মেয়াদ শেষ হবে আগামী বছরের টি–টোয়েন্টি বিশ্বকাপের পর। সোমবার এক বিবৃতিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
বোর্ড জানায়, এই সিদ্ধান্ত তাদের দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনার অংশ—২০২৬–এর পরের সময়ের জন্য নতুনভাবে জাতীয় দলের রূপকল্প সাজাতে চায় তারা।
২০২২ সালে দায়িত্ব নেওয়ার পর ট্রটের অধীনে আফগানিস্তান ক্রিকেট একের পর এক ঐতিহাসিক সাফল্য ছুঁয়েছে। বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো দলকে হারিয়ে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ষষ্ঠ স্থানে শেষ করেছিল আফগানরা—সেমিফাইনাল হাতছোঁয়া দূরত্বে থেকে।
এরও এক বছর পর, ২০২৪ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান লিখে নতুন ইতিহাস। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও বাংলাদেশকে হারিয়ে দলটি প্রথমবারের মতো পৌঁছে যায় সেমিফাইনালে। যদিও শেষ চার থেকে ছিটকে যায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে।
নিজের মেয়াদ নিয়ে ট্রট বলেন, ‘আফগান জাতীয় দলের সঙ্গে কাজ করা ছিল এক অসাধারণ অভিজ্ঞতা। তাদের ভেতরের আগ্রহ, লড়াইয়ের মনোভাব আর বড় কিছু করার ক্ষুধা আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। আমরা একসঙ্গে যা অর্জন করেছি, তাতে আমি গর্বিত। আমি সবসময় আফগান ক্রিকেটের একনিষ্ঠ সমর্থক হয়ে থাকব।’
এসিবি প্রধান নির্বাহী নাসিব খান বলেন, ‘জোনাথন আমাদের ক্রিকেটের আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি দলকে এমন অবস্থানে নিয়ে গেছেন যেখানে তারা বিশ্বের বড় দলগুলোর বিপক্ষে নিয়মিত প্রতিদ্বন্দ্বিতা করছে। ২০২৬–এর পর আমাদের পরবর্তী ধাপে এগিয়ে যেতে এই পরিবর্তনই সময়ের দাবি।’
এসিবি চেয়ারম্যান মিরওয়াইস আশরাফ যোগ করেন, ‘ট্রটের পেশাদারিত্ব ও নিষ্ঠা আফগান ক্রিকেটের বিকাশের গুরুত্বপূর্ণ সময়কে সমর্থন দিয়েছে। তাঁর অবদান আমরা সবসময় কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করব।’
ট্রটের নেতৃত্বে আফগান ক্রিকেট শুধু পরিসংখ্যানেই নয়, মানসিক শক্তিতেও নতুন উচ্চতায় পৌঁছেছে। এখন প্রশ্ন একটাই—ট্রট-পরবর্তী যুগে কে হবেন সেই মানুষটি, যিনি আফগান ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাবেন?

7 hours ago
6









English (US) ·