আফগানিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনগণের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সরকার। মানবিক সহায়তার অংশ হিসেবে জরুরি ভিত্তিতে ত্রাণসামগ্রী পাঠাচ্ছে সরকার। প্রধান উপদেষ্টার নির্দেশে ৫ সেপ্টেম্বর বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে এসব ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হবে।
বৃহস্পতিবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
ত্রাণের মধ্যে রয়েছে শুকনো খাবার, শিশু খাদ্য, কম্বল, শীতবস্ত্র, তাঁবু, পানীয় জল ও ওষুধপত্র। সহায়তা কার্যক্রমে প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিজিএমইএ, এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড এবং প্রাণ-আরএফএল একসঙ্গে কাজ করছে।
২০২২ সালের ভূমিকম্পের পরও আফগানিস্তানের দুর্গত জনগণের পাশে দাঁড়িয়েছিল বাংলাদেশ।
জেপিআই/এমআইএইচএস