আফতাবনগরে চলছে ঈদ শপিং মেলা

3 months ago 30

রাজধানীর আফতাবনগরের সিরাজ কনভেনশন সেন্টারে চলছে ঈদ শপিং মেলা। ঋক্ষশৈলীর আয়োজনে এই মেলা চলছে সকাল ১০টা থেকে রাত ৯ টা পর্যন্ত। রোববার (২৫ মে) থেকে শুরু হওয়া মেলা চলবে কাল মঙ্গলবার পর্যন্ত।

মেলায় বিশেষ অতিথি হিসেবে থাকছেন ‘হাল ছেড়ো না বন্ধু’র প্রতিষ্ঠাতা বিশিষ্ট অভিনেত্রী এবং সমাজসেবী চন্দা মাহজাবীন।

আফতাবনগরে চলছে ঈদ শপিং মেলা

সেই সঙ্গে উপস্থিত থাকছেন রন্ধনশিল্পী এবং অনলাইন প্লাটফর্ম খ-তে খাঁটি পরিরারের প্রতিষ্ঠাতা অ্যাডমিন কাজী নওশিন লায়লা, ইউসিএসডিও এবং আদি হ‍্যান্ডিক্র‍্যাফ্ট বাংলাদেশের প্রতিষ্ঠাতা পরিচালক ও সমাজসেবক জাকির হোসেন সিরাজী, টিম আইটি জোনের কর্ণধার ও হিসাব ডায়েরির উদ্ভাবক মোহাম্মাদ শরীফুল ইসলাম, পদ্মা উদ‍্যোক্তা ফাউন্ডেশনের চেয়ারম‍্যান মনিরুজ্জামান অপূর্বসহ আরও অনেকে।

মেলায় ৩৫টি অনলাইন ব্র‍্যান্ড তাদের নিজ নিজ পণ্যের ওপর বিশেষ ছাড় এবং নানা রকম অফার নিয়ে উপস্থিত হয়েছে।

jagonews24

মেলায় মাত্র ৫০০ টাকার কেনাকাটায় লটারির মাধ‍্যমে ক্রেতা পেয়ে যেতে পারেন এলইডি টিভি কিংবা রাইস কুকার। ১০০ টাকার লটারির মাধ‍্যমে পেয়ে যেতে পারেন ব্লেন্ডার মেশিন, প্রেসার কুকার, ব্র্যান্ডের শাড়ি বা পোশাক। মাত্র ২০০ টাকার কেনাকাটা করলেই থাকছে ৫০ টাকায় মেহেদি দেয়ার সুযোগ।

এমএমএআর/জিকেএস

Read Entire Article