৬ মানবাধিকার সংস্থার চিঠি, যেভাবে দেখছে সরকার

3 hours ago 7

আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে চিঠি লিখেছে ৬টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। এটি মানবাধিকার সংস্থাগুলোর মতামত হিসেবে দেখছে সরকার।

তবে এ বিষয়ে কোনো ধরনের প্রতিবাদ বা সরকারি বিবৃতি দেওয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ৬ সংস্থার চিঠির বিষয়ে এমন মন্তব্য করেন তিনি।

তৌহিদ হোসেন বলেন, প্রত্যেকেই তাদের নিজ নিজ কাজ করে। মানবাধিকার সংস্থাগুলো তাদের দায়িত্ববোধ থেকে কথা বলছে। সরকারের পক্ষে সবকিছু মেনে নেওয়া সম্ভব নয়। তবে যদি কোনো মানবাধিকার সংস্থা উদ্বেগ প্রকাশ করে, সরকার সেটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এবং সম্ভবপর হলে পদক্ষেপ গ্রহণ করে।

তিনি আরও বলেন, সব পক্ষের দৃষ্টিভঙ্গি এক নয়। তাই তাদের মতামতের ভিত্তিতে সরকার কাজ করবে কি না, সেটি প্রাসঙ্গিকতা অনুযায়ী বিবেচিত হবে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)-এর ওয়েবসাইটে রোববার প্রকাশিত হয় এই চিঠি, যেখানে ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা একসঙ্গে স্বাক্ষর করে।

চিঠির জবাবে সরকার কোনো প্রতিক্রিয়া দেবে কি না জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এটা প্রতিবাদ বা বিবৃতি দেওয়ার মতো কোনো বিষয় নয়। তারা তাদের মত জানিয়েছে, আমরা প্রয়োজন অনুযায়ী কাজ করব। কোনো নির্দিষ্ট বিষয়ে যদি তারা সরকার থেকে প্রতিক্রিয়া চায়, তখন সেই বিষয়ে সাড়া দেওয়া হবে।

Read Entire Article