আফতাবনগরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

14 hours ago 6

রাজধানী বাড্ডার আফতাবনগর চায়না প্রজেক্ট এলাকায় আব্দুস সালাম (৬৫) নামে এক অটোরিকশাচালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

রোববার (২৬ জানুয়ারি) মধ্যরাতের দিকে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভাতিজা সুজন বলেন, আমার চাচা একজন অটোরিকশাচালক। রাতে আফতাবনগর চায়না প্রজেক্ট ব্লক-এন ৫নং সেক্টর এলাকায় ছিনতাইকারীরা চাচার মাথা ও শরীরে ভারি কিছু দিয়ে আঘাত করে অটোরিকশা ছিনিয়ে নিয়ে যায়। চাচাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, চাচার বাড়ি শেরপুর সদর। বর্তমানে মেরুল বাড্ডা এলাকায় পরিবার নিয়ে থাকতেন। নিহত চার ছেলে তিন মেয়ের জনক ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

কাজী আল-আমিন/এমআরএম/জিকেএস

Read Entire Article