আফসানার মৃত্যুতে জাবি শিবিরের দোয়া মাহফিল

2 months ago 26

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় আফসানা করিম রাচি নিহতের ঘটনায় তার রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে ইসলামী ছাত্রশিবির।

বুধবার (২১ নভেম্বর) বিকেল সোয়া ৪টায় আসরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় মসজিদের ইমাম আফসান রাচির রুহের মাগফেরাত, তার পরিবারের ধৈর্য ধারণ এবং ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলার জন্য দোয়া করেন।

জাবি শাখা শিবিরের সভাপতি হারুনুর রশিদ রাফি বলেন, কিছুদিন আগে ক্যাম্পাসে আসা একটি নতুন প্রাণ তার বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতেই ঝরে গেলো, যা সবাইকে মর্মাহত করেছে। মৃত্যু সত্য হলেও সব মৃত্যু মেনে নেওয়া কষ্টকর। রাচির আত্মার মাগফেরাতের জন্য আমরা নামাজ শেষে দোয়া করেছি। আর কোনো প্রাণ যাতে এভাবে ঝরে না যায়।

মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনের সামনে রিকশার ধাক্কায় গুরুতর আহত হন মার্কেটিং বিভাগের ৫৩তম ব্যাচের ছাত্রী আফসানা করিম রাচি। তাকে প্রথমে বিশ্ববিদ্যালয় মেডিকেল এবং পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সৈকত ইসলাম/এসআর/জিকেএস

Read Entire Article