হংকং ইন্টারন্যাশনাল সিক্সেস (এক দলে ছয়জন করে) টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। আজ (রোববার) মং ককে ফাইনাল ম্যাচে কুয়েতকে ৪৩ রানে হারায় আব্বাস আফ্রিদির দল।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ৬ ওভারে ৩ উইকেটে ১৩৫ রানের সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান। অধিনায়ক আব্বাস আফ্রিদি মাত্র ১১ বলে ১ চার আর ৭ ছক্কায় খেলেন ৫২ রানের ইনিংস।
এছাড়া আবদুল সামাদ ১৩ বলে ৪২, খাজা নাফে ৬ বলে ২২ আর শেষদিকে মাজ সাদাকাত ৩ বল খেলে করেন অপরাজিত ১০ রান।
জবাবে ৫.১ ওভারে ৯২ রানেই গুটিয়ে যায় কুয়েত। রান করেছেন কেবল দুই ওপেনার। আদনান ইদ্রিস ৮ বলে ৫ ছক্কায় ৩০ আর মিট ভাবসর ১২ বলে ৩টি করে চার-ছক্কায় করেন ৩৩ রান।
মাজ সাদাকাত ২৯ রানের শিকার করেন ৩টি উইকেট।
এমএমআর/জেআইএম

3 hours ago
1









English (US) ·