আফ্রিদির বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি, উকিল খুঁজছেন স্বপন

4 hours ago 4

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি দিয়ে ভালো উকিল খুঁজছেন আরেক কনটেন্ট ক্রিয়েটর স্বপন আহমেদ।

সোমবার (২৫ আগস্ট) নিজ ভেরিফায়েড ফেসবুকে এক ভিডিও বার্তায় এ কথা জানান  স্বপন।

এর আগে রোববার (২৪ আগস্ট) রাতে বরিশাল মহানগরের বাংলাবাজার এলাকায় সিআইডির বিশেষ অভিযানে গ্রেপ্তার হন আফ্রিদি। 

এরপরই একে একে প্রকাশ্যে আসতে শুরু করেছে তার নানা অপকর্মের কথা। তার বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন একাধিক কনটেন্ট ক্রিয়েটর। তাদেরই একজন স্বপন। সামাজিক যোগাযোগমাধ্যমে লাগাতার স্ট্যাটাস দিয়ে জানাচ্ছেন তৌহিদ আফ্রিদির অপকর্মের কথা।

স্বপন তার ভেরিফায়েড ফেসবুকে লেখেন, ‘আমি মামলা করার কথা ভাবছি। ভালো একজন উকিল প্রয়োজন। এরা আমার জীবন থেকে এক বছর কেড়ে নিয়েছে। আমার কান্নায় এদের মন গলেনি তখন। আল্লাহ ছেড়ে দেন কিন্তু ছাড় দেন না।’

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারের পর রাতেই তৌহিদ আফ্রিদিকে ঢাকায় আনা হয়। আদালতে সিআইডি তার ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে। তার পরিপ্রেক্ষিতে আফ্রিদির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। 

এর আগে গত ১৭ আগস্ট তৌহিদ আফ্রিদির বাবা মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ।

Read Entire Article