আবরার ফাহাদ নিজের জীবন দিয়ে অসংখ্য জীবন রক্ষা করে গেছেন

4 hours ago 8

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ তার জীবন দিয়ে অসংখ্য-অগণিত আবরার ফাহাদের জীবন রক্ষা করে গেছেন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। আবরার হত্যার রায় নিয়ে নিজের সন্তুষ্টির কথাও জানান তিনি।

রোববার (১৬ মার্চ) হাইকোর্টে বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডের রায়ের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আবরার ফাহাদের মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশের মেধাবী ছাত্র সমাজ একটা নতুন জীবন পেয়েছে।

অ্যাটর্নি জেনারেল বলেন, এই রায়ের মধ্য দিয়ে সমাজে বার্তা গেলো যে আপনি যত শক্তিশালীই হোন না কেন, আপনার পেছনে যত শক্তিই থাকুক না কেন, সত্য ও ন্যায়বিচার একদিন প্রতিষ্ঠিত হবে।

মো. আসাদুজ্জামান বলেন, রাষ্ট্রপক্ষ হিসেবে রায়ে আমরা সন্তুষ্ট। আমরা মনে করি, আবরার ফাহাদের বাবা ন্যায়বিচার পেয়েছেন। গোটা জাতি ন্যায়বিচার পেয়েছে এবং এ ধরনের রায়ের মধ্য দিয়ে একটি রাষ্ট্র ও সমাজ ব্যবস্থায় শৃঙ্খলা আনার জন্য, ন্যায়বিচার নিশ্চিত করার জন্য বিচার বিভাগের যে দায়িত্ব, সেটি আবারও প্রতিষ্ঠিত হয়েছে।

এ রায়ের মধ্য দিয়ে ছাত্র রাজনীতির বিষয়ে কোনো বার্তা আছে কি না- জানতে চাইলে তিনি বলেন, বার্তা তো সবার জন্যই আছে। আপনি যাই করেন, আইনের গণ্ডির মধ্যে থেকে করেন, আপনি যা করেন, পাশবিকতা দেখানোর কোনো জায়গা নেই।

আরেক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, আসামিপক্ষ রায়ের বিরুদ্ধে আপিল করলে আমরা তখন আইনগতভাবে বিষয়টি দেখবো। আমরা তাদের আইনগত সব অধিকার নিশ্চিত করতে চাই।

যুক্তিতর্কে কী বলেছিলেন জানতে চাইলে তিনি বলেন, মাও সেতুংয়ের মতো যদি বলতে হয়, কোনো কোনো মৃত্যু হয় পাহাড়ের মতো ভারী, কোনো কোনো মৃত্যু পাখির পালকের মতো হালকা। আবরার ফাহাদের মৃত্যু আমাদের জাতির জীবনে পাহাড়ের মতো ভারী হয়ে আছে। আবরার ফাহাদের মৃত্যু গোটা জাতির মূল্যবোধের শেকড়ে নাড়া দিয়েছে। আবরার ফাহাদের মৃত্যু এক্সপোজ করেছে, রাজনৈতিক ফ্যাসিজম কীভাবে দিনে দিনে বাড়তে পারে।

এফএইচ/কেএসআর

Read Entire Article