আবর্জনার স্তূপে পোড়ানো হলো ভারতের পতাকা, ভিডিও ভাইরাল

1 month ago 6
ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের রাজধানী ভোপালে আবর্জনার স্তূপে দেশটির জাতীয় পতাকা পোড়ানোর ঘটনা ঘটেছে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শনিবার (৫ জুলাই) রাতে পিটিআইয়ের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করা হয়। এ ঘটনায় কংগ্রেস ও বিজেপি—দুই প্রধান রাজনৈতিক দলই ক্ষোভ প্রকাশ করেছে। কংগ্রেসের মুখপাত্র বিবেক ত্রিপাঠীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল এবং বিজেপির কর্পোরেটর সুষমা ববিশা পুলিশে লিখিত অভিযোগ দিয়ে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এই ঘটনার জন্য পৌরসংস্থার কর্মীরা দায়ী। বিবেক ত্রিপাঠী জানান, ঘটনাটি ঘটেছে ওয়ার্ড ৫০-এর অফিসের পাশে একটি নির্দিষ্ট জায়গায়, যেখানে নিয়মিতভাবে আবর্জনা পোড়ানো হয়। সেখানেই দেখা গেছে, একাধিক জাতীয় পতাকা পোড়ানো হচ্ছে। শাহপুরা থানার উপ-পরিদর্শক হরিশ গুজারবোস জানিয়েছেন, অভিযুক্তদের চিহ্নিত করতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এ পর্যন্ত জাতীয় পতাকা পোড়ানোর ঘটনায় দুইটি অভিযোগ দায়ের হয়েছে বলে তিনি জানান। এনডিটিভি আরও জানায়, ঘটনাটি ঘটেছে শহর পরিচালনা সংস্থার নির্ধারিত আবর্জনা ফেলার স্থানে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কয়েকটি তেরঙ্গা (ভারতের জাতীয় পতাকা) আবর্জনার স্তূপের মধ্যে পুড়ছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পরই ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং প্রশাসনের নজরে আসে। ভিডিও লিংক : https://x.com/INCMP/status/1941569511213416617
Read Entire Article