আবার মুক্তি পাচ্ছে ‘বেদের মেয়ে জোসনা’

3 months ago 82

‘বেদের মেয়ে জোসনা’ প্রথমে নির্মিত হয় বাংলাদেশে। ১৯৮৯ সালে মুক্তি পাওয়া তোজাম্মেল হক বকুল পরিচালিত এই ছবিতে জুটি বাঁধেন ইলিয়াস কাঞ্চন ও অঞ্জু ঘোষ। বাংলাদেশের ইতিহাসে অন্যতম ব্যবসাসফল সিনেমা এটি। ১৯৯১ সালে কলকাতায় ছবিটি রিমেক করেন মতিউর রহমান পানু।

সেখানে নায়িকা অঞ্জু ঘোষই ছিলেন। তবে নায়ক হিসেবে ছিলেন চিরঞ্জিৎ। সেসময় বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গেও ছবিটি ব্যাপক সাড়া ফেলেছিল।

এবার টালিউডের কালজয়ী ছবিটি নতুন রূপে পর্দায় ফিরছে। ঝকঝকে প্রিন্টে, উন্নত সাউন্ড কোয়ালিটিতে সিনেমাটি আবারও মুক্তি পেতে যাচ্ছে ‘বেদের মেয়ে জোসনা’। এ তথ্য জানালেন ছবির নায়ক চিরঞ্জিৎ।

তিনি জানান, এরই মধ্যে প্রযোজকের সঙ্গে তার আলোচনা হয়েছে। ছবিটি রেস্টোরেশন বা সংরক্ষণের কাজ শুরু হয়ে গেছে। দর্শক এবার ছবিটি উপভোগ করতে পারবেন আধুনিক প্রযুক্তির ব্যবহারে আরও নিখুঁতভাবে।

সম্প্রতি টালিউডে রি-রিলিজ পেয়েছে প্রসেনজিৎ-ঋতুপর্ণার ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’। তার আগে ‘নায়ক’, ‘মহানগর’, এমনকি কান চলচ্চিত্র উৎসবের ক্লাসিক বিভাগেও দেখানো হয়েছে ‘অরণ্যের দিনরাত্রি’র সংরক্ষিত সংস্করণ। এসব উদ্যোগ টালিউডের নির্মাতাদের নতুন করে ভাবতে উদ্বুদ্ধ করছে।

চিরঞ্জিৎ বলেন, ‘আমি চাই আবার আসুক ‘বেদের মেয়ে জোসনা’। এই সিনেমাটি এক সময় দর্শকের মনে যে ম্যাজিক তৈরি করেছিল, আমি চাই সেটা আবার ফিরুক। যদি এই যুগেও ছবিটি চলে তবে বুঝব এর আজও দম আছে।’

তিনি আরও জানান, সেই সময় ‘বেদের মেয়ে জোসনা’ টালিউডে ১১ কোটি রুপির ব্যবসা করেছিল। তখন একটি টিকিটের দাম ছিল মাত্র দেড় টাকা। এতে বোঝা যায়, ছবিটি দর্শকদের মনে কতটা জায়গা করে নিয়েছিল।

এলআইএ/জেআইএম

Read Entire Article