আবার হার শান্ত-মুশফিক-হৃদয়ের রাজশাহীর

2 weeks ago 13

জাতীয় দলের তিন তারকা নাজমুল হোসেন শান্ত, মুশফিক রহিম আর তাওহিদ হৃদয়কে নিয়ে আরও এক হার রাজশাহীর। আগের দিন সিলেটের কাছে হার মানা শান্তর দল আজ বুধবার ষষ্ঠ রাউন্ডে এসে ঢাকার কাছে পরাজিত হয়েছে।

তিন বোলার ইকবাল হোসেন ইমন (৩/২৬) নাজমুল অপু (২/২৫) ও সুমন খান (২/৩১) প্রথম সেশনে ঢাকার জয়ের মঞ্চ তৈরি করে দেন। তাদের সাঁড়াশি আক্রমণে ১৪০ রানে গুটিয়ে যায় তারকা ও অভিজ্ঞ পারফরমারে ঠাসা রাজশাহী।

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ওপেন করতে গিয়ে আউট হয়েছেন মাত্র ১ রানে। আর অভিজ্ঞ মুশফিকের সংগ্রহ ছিল ১৩। সর্বাধিক ৩৭ রান আসে তাওহিদ হৃদয়ের ব্যাট থেকে।

১৪০ রানের পুঁজি নিয়ে আর পারেনি রাজশাহী। ওপেনার জাওয়াদ আবরার ৩৯ বলে ৪ ছক্কা ও ৬ বাউন্ডারিতে ৬২ রানের ঝড়ো ইনিংস উপহার দিলে জয়ের ভিত পায় ঢাকা। এরপর পরিণত পারফরমার রনি তালুকদার ৩৩ এবং আরিফুল ইসলাম ১৯ রানের হার না মানা ইনিংস খেললে ৭ উইকেট খুইয়ে ২৯ বল আগেই লক্ষ্যে পৌঁছে যায় ঢাকা বিভাগ।

সংক্ষিপ্ত স্কোর

রাজশাহী: ১৯.১ ওভারে ১৪০/১০ (নাজমুল হোসেন শান্ত ১, হাবিবুর রহমান সোহান ১৯, সাব্বির হোসেন ৩২, তাওহিদ হৃদয় ৩৭, মুশফিকুর রহিম ১৩, প্রীতম কুমার ৫, ফরহাদ রেজা ৫, নিহাউজ্জামান ১৩; ইকবাল হোসেন ইমন ৩/২৬, নাজমুল অপু ২/২৫, সুমন খান ২/৩১)।
ঢাকা: ১৫.১ ওভারে ১৪৩/৩ (জাওয়াদ আবরার ৬২, রনি তালুকদার ৩৩, আরিফুল ইসলাম ১৯ অপরাজিত, সাইফ হাসান ১, মাহিদুল ইসলাম অঙ্কন অপরাজিত ৭, অতিরিক্ত ২১, ওয়াসি সিদ্দিকী ২/৩৫)।

ফল: ঢাকা ৭ উইকেটে জয়ী।

এআরবি/এমএমআর/জিকেএস

Read Entire Article