আবারও ইউক্রেনের যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

3 hours ago 2
ইউক্রেনের একটি মিগ-২৯ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির বিমানবাহিনী জানিয়েছে, শনিবার (২৩ আগস্ট) ভোরে একটি যুদ্ধ মিশন শেষে ফেরার সময় অবতরণের মুহূর্তে বিমানটি বিধ্বস্ত হয়। এতে পাইলট মেজর সেরহি বন্ডার প্রাণ হারান।  বিমানবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, বিমানটি অবতরণের সময় বিধ্বস্ত হয়। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো কিছু নিশ্চিতভাবে জানা যায়নি এবং মিশনের বিস্তারিতও প্রকাশ করা হয়নি। ইউক্রেনের বিমানবাহিনী জানায়, রাশিয়ার সাম্প্রতিক আকাশ হামলার তীব্রতা ও ঘনত্ব বৃদ্ধি পাওয়ায় তাদের পাইলটরা প্রায়ই ভূ-ভিত্তিক এয়ার ডিফেন্স সিস্টেমের সঙ্গে সমন্বয় করে মিশন পরিচালনা করেন। দুর্ঘটনার রাতেই রাশিয়া ইউক্রেনের ওপর ৪৯টি শাহেদ ড্রোন নিক্ষেপ করে। এর মধ্যে ১৩টি লক্ষ্যবস্তুতে আঘাত হানে এবং বাকিগুলো প্রতিহত করা হয়। মেজর বন্ডারকে চলতি বছরের জুন মাসে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির স্বাক্ষরিত ডিক্রিতে রাষ্ট্রীয় পদকে ভূষিত করা হয়। তাকে সম্মাননা দেওয়া হয় ‘রাষ্ট্রের সার্বভৌমত্ব ও ভূখণ্ডীয় অখণ্ডতা রক্ষায় সাহসিকতা এবং অদম্য দায়িত্বশীলতার’ জন্য। ১৯৭৯ সালে জন্ম নেওয়া এই পাইলট বহুদিন ধরেই ইউক্রেনের আকাশসীমা রক্ষায় দায়িত্ব পালন করে আসছিলেন। রাশিয়ার পূর্ণাঙ্গ আগ্রাসন শুরু হওয়ার পর থেকে একাধিক ইউক্রেনীয় পাইলট প্রাণ হারিয়েছেন। এর মধ্যে সাম্প্রতিক উদাহরণ হলো এফ-১৬ পাইলট লেফটেন্যান্ট কর্নেল মাক্সিম উস্তিমেঙ্কো, যিনি জুন মাসে নিহত হন। সেদিন তিনি রাশিয়ার ৪৭৭টি ড্রোন ও ৬০টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় ৭টি লক্ষ্যবস্তু ধ্বংস করেছিলেন। এসময় তার বিমান দুর্ঘটনায় পড়লে তিনি মারা যান।  ইউক্রেনীয় পাইলটদের এই ত্যাগ দেশের আকাশ রক্ষা এবং স্বাধীনতার সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান হিসেবে মূল্যায়ন করা হচ্ছে।    
Read Entire Article