দুই দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবে না বলে ঘোষণা দিয়েছেন মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীরা।
শনিবার (২৩ আগস্ট) রাজধানীর বিজয় স্মরণীস্থ কলমিলতা বাজারের সামনে অবস্থান নিয়ে এ কথা বলেন তারা।
এর আগে, দুপুর ১২টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল নিয়ে কলমিলতা বাজার অভিমুখে যাত্রা শুরু করেন। মিছিলটি পুলিশের বাধার মুখে পড়লেও আলাপ-আলোচনার মাধ্যমে একপর্যায়ে তারা কলমিলতা বাজারের সামনে কিছু সময় অবস্থান নেয়। সেখানে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের নাতনি অ্যাডভোকেট নূরতাজ আরা ঐশীসহ শতশত বস্তিবাসী উপস্থিত ছিলেন।
এ সময় শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মো. আব্দুর রহিম বলেন, আমরা দুটি দাবিতে টানা ১৬ দিন যাবৎ আন্দোলন চালিয়ে যাচ্ছি; কিন্তু সরকার কোনো সমাধান করছে না। সচিবালয়ের গেটে প্রতীকী অনশন করতে গেলে পুলিশ আমাদের বাধা দেয়। শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি করতে গেলে সেখানেও পুলিশ বাধা দেয়। আমরা কাফনের কাপড় পরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করেছি। শনিবার কলমিলতা বাজারের সামনে অবস্থান কর্মসূচি পালন করছি। এরপরও সরকারের টনক নড়ছে না। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। অবিলম্বে দাবি মেনে না নিলে আগামী ২৮ আগস্ট আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করবো।
তিনি আরও বলেন, বিগত আওয়ামী স্বৈরাচার সরকারের কাছে আমরা বারবার দাবি দুটির সমাধান চেয়েও সমাধান পাইনি। এক বছর অতিবাহিত হলেও অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত আমাদের দাবি মেনে নিচ্ছে না, যা অত্যন্ত দুঃখজনক। যত বাধাই আসুক না কেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
প্রসঙ্গত, আন্দোলনকারীদের দুটি দাবি হলো- রাজধানীর বিজয় স্মরণীস্থ কলমিলতা বাজারের ক্ষতিপূরণ প্রদান এবং মিরপুর ভাষানটেক বস্তি পুনর্বাসন প্রকল্পটি ফিরিয়ে দেয়া।