রাজধানীর ধানমণ্ডিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল বিশ্বমানের স্বাস্থ্যসেবা প্রদানকারী আন্তর্জাতিক হাসপাতাল চেইন অ্যাপোলো ক্লিনিক। বাংলাদেশের রোগীদের জন্য এ সেবা চালু করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী জেএমআই গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান জেএমআই স্পেশালাইজড হাসপাতাল লিমিটেড।
শনিবার (২৩ আগস্ট) ধানমণ্ডির সাত মসজিদ রোডের ৬৪ নম্বর ভবনে ফিতা ও কেক কেটে ক্লিনিকের কার্যক্রম উদ্বোধন করা হয়। পরে রাতে রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন ঘোষণা করা হয়।
জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেএমআই হাসপাতাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের পরিচালক হোয়াই কোয়ান কিম, অ্যাপোলো হেলথ অ্যান্ড লাইফস্টাইল লিমিটেডের হেড অব ফ্র্যাঞ্চাইজি বিজনেস তরুণ গুলাটি, আমিন মোহাম্মদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল হক নাবিল, জেএমআই গ্রুপের চেয়ারম্যান মো. জাবেদ ইকবাল পাঠান এবং জেএমআই স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. তামজীদ আলম। এ সময় দেশের স্বনামধন্য চিকিৎসক, জেএমআই গ্রুপের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
জেএমআই স্পেশালাইজড হসপিটাল লিমিটেড হলো জেএমআই গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান এবং পুঁজিবাজারে তালিকাভুক্ত জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের একটি সাবসিডিয়ারি কোম্পানি। অন্যদিকে অ্যাপোলো হেলথ অ্যান্ড লাইফস্টাইল লিমিটেড হলো অ্যাপোলো হসপিটালস এন্টারপ্রাইজ লিমিটেডের সাবসিডিয়ারি, যা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় হাসপাতাল নেটওয়ার্ক। বর্তমানে অ্যাপোলো হসপিটালস বিশ্বজুড়ে ৭৫টি মালিকানাধীন হাসপাতাল ও ৩৫০টির বেশি ক্লিনিক পরিচালনা করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, অ্যাপোলো ক্লিনিকের মাধ্যমে ঢাকার বাসিন্দারা এখন থেকে আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা নিজের শহরেই পেতে পারবেন। তারা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ বাংলাদেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।