জাতীয় দলের কোচিং স্টাফে এবার আইপিএলে কাজ করা অ্যানালিস্ট

5 hours ago 4
এশিয়া কাপের আগে নেদারল্যান্ডস সিরিজের জন্য ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ দল। এরই মধ্যে খবর, জাতীয় দলের কোচিং স্টাফে যুক্ত হয়েছে নতুন এক পারফরম্যান্স আ্যনালিস্ট। আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে কাজ করা অক্ষয় হিরামান্থকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইতোমধ্যে সিলেটে দলের সঙ্গে যোগ দিয়েছেন নতুন এই অ্যানালিস্ট। আইপিএলের পাশাপাশি ভারতের বিভিন্ন স্থানীয় টুর্নামেন্টেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে অক্ষয়ের। বাংলাদেশের ক্রিকেটে এই পদে কাজ করেছিলেন আরেক ভারতীয়। শ্রীনিবাসন চন্দ্রশেখর ২০২৩ সালে বাংলাদেশের দায়িত্ব ছাড়েন।   অক্ষয়ের আগে সর্বশেষ পারফরম্যান্স আ্যনালিস্ট হিসেবে দায়িত্ব পালন করেন পাকিস্তানের মহসিন শেখ। গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে বিসিবি তার সঙ্গে চুক্তি বাতিল করে। মহসিনের বিদায়ের পর পারফরম্যান্স অ্যানালিস্ট হিসেবে কাজ করছিলেন বাংলাদেশের শাওন জাহান।  বর্তমানে জাতীয় দলের কোচিং স্টাফে প্রধান কোচ ফিল সিমন্সের সঙ্গে রয়েছেন সিনিয়র সহকারী কোচ এবং ব্যাটিং কোচ মোহাম্মদ সালাউদ্দিন, পাওয়ারহিটিং কোচ জুলিয়ান উড, পেস বোলিং কোচ শন টেইট, স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ, ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট। এবার তাদের সঙ্গে যুক্ত হলেন অক্ষয়।  আগামী ৩০ আগস্ট সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। 
Read Entire Article