আমরা লক্ষ্য অর্জনের দ্বারপ্রান্তে : নেতানিয়াহু

4 hours ago 3
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাস যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তিতে রাজি হলেও ইসরায়েল গাজা নিয়ন্ত্রণে রাখবে। গত বৃহস্পতিবার স্কাই নিউজ অস্ট্রেলিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা গাজায় যুদ্ধের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। হামাস যদি শেষ মুহূর্তে যুদ্ধবিরতিতে রাজিও হয়, তারপরও গাজার নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতেই থাকবে।’ নেতানিয়াহু আরও বলেন, হামাস যদি অস্ত্র নামিয়ে রাখে এবং অবশিষ্ট জিম্মিদের মুক্তি দেয়, তবে যুদ্ধ আজই শেষ হতে পারে। আগের সব দাবি পুনর্ব্যক্ত করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, এই যুদ্ধের মূল লক্ষ্য হলো সব জিম্মিকে মুক্ত করা, হামাসকে নিরস্ত্র করা এবং গোষ্ঠীর শেষ ঘাঁটিগুলো নিশ্চিহ্ন করা—যা স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য অপরিহার্য। তিনি যোগ করেন, আমার উদ্দেশ্য গাজা দখল নয়, বরং গাজা ও ইসরায়েলের জন্য ভিন্ন ভবিষ্যৎ নিশ্চিত করা। আমি বিশ্বাস করি, আমরা সেই লক্ষ্য অর্জনের দ্বারপ্রান্তে। এ সময় নেতানিয়াহু দাবি করেন, গাজার নিয়ন্ত্রণ নিয়ে হামাসকে নির্মূল করার তার সামরিক লক্ষ্যকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পূর্ণ সমর্থন দিয়েছেন।
Read Entire Article