নেতাকর্মীদের ধৈর্যশীল আচরণের আহ্বান আমিনুল হকের 

5 hours ago 5

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেছেন, বিএনপি হলো সাধারণ মানুষের দল। তাই দলের কোনো নেতাকর্মী যেন জনগণের উপর অন্যায় বা প্রভাব বিস্তার না করে।

শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর পল্লবীতে ভোলা বহুমুখী সমবায় সমিতির আয়োজনে এলাকাবাসীর সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমিনুল হক বলেন, আমাদের প্রত্যেকটি জায়গায় সহনশীল এবং ধৈর্যশীল আচরণ করতে হবে। আওয়ামী লীগ যেভাবে সাধারণ মানুষের উপর অন্যায়ভাবে প্রভাব বিস্তার করেছিল, সেটা করা যাবে না। আমি আমার বিএনপি নেতা-কর্মীদের স্পষ্ট নির্দেশ দিচ্ছি -দয়া করে আপনারা সাধারণ মানুষের ওপর কোনো অন্যায় করবেন না, কোনো প্রভাব বিস্তার করবেন না। যদি কেউ করে, তবে আমি নিজেই তার বিরুদ্ধে আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা নেব।

তিনি আরও বলেন, আমরা চাই বিএনপি জনগণের দল হয়ে থাকুক। আমাদের রাজনীতি জনগণের কল্যাণ ও উন্নয়নের জন্য। আমার নির্বাচনী এলাকা পল্লবী-রূপনগরের প্রতিটি মানুষের পাশে থেকে আমি তাদের সমস্যা সমাধানে কাজ করতে চাই। আমি শুধু একজন প্রার্থী নই, ধানের শীষের প্রতিনিধি হয়ে আপনাদের পাশে থাকতে চাই। 
মতবিনিময় সভায় এলাকাবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন আমিনুল হক।

Read Entire Article