এশিয়া কাপে ভারতের একাদশ কেমন হবে, জানালেন তারকা ক্রিকেটার
এশিয়া কাপকে সামনে রেখে এরই মধ্যে দল ঘোষণা করেছে ভারত। তারকাবহুল দল ঘোষণা করলেও এবার বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছে নির্বাচকদের। তবে দেশটির সমর্থকদের প্রত্যাশা, সমালোচনাকে পেছনে ফেলে এশিয়া কাপের শিরোপা নিজেদের করে নেবে ভারত। আর সেই লক্ষ্যে আসন্ন এই টুর্নামেন্টে কেমন হবে ভারতের একাদশ, জানিয়েছেন দেশটির তারকা ক্রিকেটার অজিঙ্কা রাহানে।
ঘোষিত দলে শুভমান গিলের প্রত্যাবর্তনে দলের ওপেনিং কম্বিনেশন নিয়ে প্রশ্ন উঠেছে। অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন দুজনই সম্প্রতি ভালো করছেন। বিশেষ করে স্যামসন ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে দলে নিজের অবস্থান দৃঢ় করেছেন। তবে ধারণা করা হচ্ছে, গিলের ফেরার পর স্যামসনকে জায়গা হারাতে হতে পারে। এমনকি সঞ্জুর প্রথম একাদশে জায়গা হবে কি না তা নিয়েও রয়েছে সংশয়।
ভারতীয় ক্রিকেটার অজিঙ্কা রাহানের মতে, এশিয়া কাপে গিল ও অভিষেকই ওপেনিং করবেন। এ ছাড়া বোলারদের মধ্যে রাহানে আলাদা করে ভরসা রাখছেন বুমরাহ ও অর্শদীপের ওপর। তিনি বলেন, ‘আমি খুব আগ্রহ নিয়ে এই এশিয়া কাপে জসপ্রিত বুমরাহ এবং অর্শদীপ সিংকে একসঙ্গে বোলিং করতে দেখতে চাই। বুমরাহ সম্পর্কে নতুন করে কিছু বলতে চাই না। ও কতটা ভয়ংকর হতে পারে আমরা জানি। অর্শদীপ খুব আত্মবিশ্বাসী, দুই দিকেই বল সুইং করাতে পারে, সোজা এবং ওয়াইড ইয়র্কার দিতেও পারে।’
অজিঙ্কা রাহানের বেছে নেওয়া ভারতীয় দলের সম্ভাব্য একাদশ: শুভমান গিল, অভিষেক শর্মা, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, জিতেশ শর্মা (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, জসপ্রিত বুমরাহ, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী / হর্ষিত রানা।