দিনমজুর নারীকে গলা কেটে হত্যা, গ্রেপ্তার ৪

1 hour ago 2

খুলনায় দিনমজুর নারী মনোয়ারা বেগম সুপ্তিকে গলা কেটে হত্যার ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে লাশ উদ্ধারের পরপরই তাদের গ্রেপ্তার করা হয়েছে। 

এর আগে কেডিএ ময়ূরী আবাসিক এলাকার একটি নির্মাণাধীন ভবনের বাথরুম থেকে তার পচা-গলা লাশ পাওয়া যায়।

হরিণটানা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুর রহমান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তাররা হলেন— ইউসুফ, হুমায়ুন কবির, জয়হীরা এবং শিল্পী। মৃত সুপ্তি ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়নের বাসিন্দা হলেও বর্তমানে মোস্তফার মোড়ে ভাড়া বাসায় থাকতেন।

জানা গেছে, মাদক ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ইউসুফকে ধরতে পুলিশ ময়ূরী আবাসিক এলাকায় অভিযান চালায়। এ সময় ইউসুফের বাড়ির পাশের একটি নির্মাণাধীন বাড়ির বাথরুম থেকে পচা দুর্গন্ধ বের হতে থাকলে পুলিশের সন্দেহ হয়। পরে তল্লাশি চালিয়ে সুপ্তির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার পর অভিযান পরিচালনা করে প্রথমে ইউসুফ ও পরে অন্যদের গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ বলছে, এ ঘটনায় গ্রেপ্তাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দিয়েছে। নিহত নারী জীবিকার প্রয়োজনে মোস্তর মোড়ে ভাড়া বাসায় থাকতেন। কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনো নিশ্চিত নয়। তবে ধারণা করা হচ্ছে, তার কাছে থাকা টাকা বা ধর্ষণে বাধা দেওয়ায় তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

এ ঘটনায়, নিহত নারীর ছেলে শাহ জামাল সর্দার সজল বাদী হয়ে থানায় মামলা করেছেন। গ্রেপ্তার আসামিদের মধ্যে শিল্পী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে পারে। অন্যদের রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ।

ওসি তৌহিদুর রহমান বলেন, মাদক ব্যবসায়ী ইউসুফকে গ্রেপ্তারের বিশেষ অভিযানের সময় ওই নারীর মরদেহ উদ্ধার হয়। লাশ উদ্ধারের খবর জানার পর অপরাধীরা ওই এলাকা থেকে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে তাঁরা কাশবনের মধ্যে লুকিয়ে ছিল। পরে স্থানীয়দের সহায়তায় তাদের গ্রেপ্তার করা হয়।

Read Entire Article