আবারও পেছাচ্ছে বিসিবি নির্বাচন

1 hour ago 2
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচন ঘিরে তৈরি হয়েছে ব্যাপক নাটকীয়তা। নির্ধারিত সূচিতেও ভোটার তালিকা প্রকাশে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন। এবার নির্ধারিত সূচিতে ৬ অক্টোবর নির্বাচন আয়োজন ঘিরেও তৈরি হয়েছে শঙ্কা। ইতিমধ্যে বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে আলাপও হয়েছে নির্বাচন কমিশনের। বোর্ডের একটি সূত্র কালবেলাকে জানিয়েছেন, নির্ধারিত সূচিতে নির্বাচন আয়োজন সম্ভব হচ্ছে না। বোর্ড নতুন করে তপশিল ঘোষণা করতে পারে। এতে করে পেছাচ্ছে ভোটগ্রহণ ও ফলফল ঘোষণার দিনক্ষণও সূত্র আরও জানায়, নির্বাচনের সূচি পরিবর্তন করতে বৈঠকে বসেছে সংশ্লিষ্টরা। খুব দ্রুতই নতুন করে ঘোষণা হতে পারে নির্বাচনীয় তপশিল। সেক্ষেত্রে আরও দু’একদিন পেছাতে যাচ্ছে আসন্ন নির্বাচন। বোর্ড সূত্র বলছে, নির্বাচন সামনে রেখে ২২ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার মধ্যে  বিসিবিতে জমা হওয়ার কথা ছিল পূর্ণাঙ্গ কাউন্সিলরের তালিকা। কিন্তু সেদিনই রাত ৯টা পর্যন্ত আরও কিছু কাউন্সিলরের নাম জমা পড়ে বোর্ডে।  এমনকি আজ মঙ্গলবার বিকেলেও রাজশাহী থেকে একটি কাউন্সিলরের নাম জমা পড়েছে বলে নিশ্চিত করে সেই সূত্র। এতে করে গেল কয়েক ঘণ্টা কাউন্সিলর তালিকায় বড়সড় রদবদলের শঙ্কার কথা বলছেন আমিনুল ইসলাম বুলবুলের প্রতিপক্ষ প্রার্থীরা।
Read Entire Article