আবারও পেছাল তারেক রহমানের বরিশাল সফরের তারিখ

বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভার তারিখ আবারও পেছাল। আগামী ২৭ জানুয়ারি (মঙ্গলবার) তার বরিশালে আগমনের কথা থাকলেও শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে তা পেছানো হয়েছে। তবে কবে তিনি বরিশাল সফর করবেন, সে বিষয়টি চূড়ান্ত হয়নি। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তারেক রহমানের ২৬ জানুয়ারি বরিশালে আগমনের কথা ছিল। তবে দু’দিন আগে সেই তারিখ পরিবর্তন করে ২৭ তারিখ সফরের কথা ছিল। কিন্তু শনিবার সেই তারিখও পেছানো হয়েছে। বিলকিস বলেন, তারেক রহমানের বিমানযোগে বরিশালে আসার কথা। আবার বিকল্প পথে বরিশাল ত্যাগ করবেন। সবকিছু মিলিয়ে শিডিউলের কারণে তার বরিশাল সফর পেছানো হয়েছে। তবে তিনি বরিশালে আসবেন না সেটা নয়, তিনি বরিশাল সফর করবেন এবং কবে করবেন সেটা পরে জানানো হবে বলে আমাদের কেন্দ্র থেকে জানানো হয়েছে। উল্লেখ্য, সবশেষ ২০০৬ সালে বরিশাল সফর করেন তারেক রহমান। সে সময় তিনি দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ছিলেন। এবার তিনি দলের চেয়ারম্যান হিসেবে বরিশাল সফর করবেন। তার এই সফর ঘিরে বরিশাল অঞ্চলের বিএনপির রা

আবারও পেছাল তারেক রহমানের বরিশাল সফরের তারিখ

বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভার তারিখ আবারও পেছাল। আগামী ২৭ জানুয়ারি (মঙ্গলবার) তার বরিশালে আগমনের কথা থাকলেও শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে তা পেছানো হয়েছে। তবে কবে তিনি বরিশাল সফর করবেন, সে বিষয়টি চূড়ান্ত হয়নি।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তারেক রহমানের ২৬ জানুয়ারি বরিশালে আগমনের কথা ছিল। তবে দু’দিন আগে সেই তারিখ পরিবর্তন করে ২৭ তারিখ সফরের কথা ছিল। কিন্তু শনিবার সেই তারিখও পেছানো হয়েছে।

বিলকিস বলেন, তারেক রহমানের বিমানযোগে বরিশালে আসার কথা। আবার বিকল্প পথে বরিশাল ত্যাগ করবেন। সবকিছু মিলিয়ে শিডিউলের কারণে তার বরিশাল সফর পেছানো হয়েছে। তবে তিনি বরিশালে আসবেন না সেটা নয়, তিনি বরিশাল সফর করবেন এবং কবে করবেন সেটা পরে জানানো হবে বলে আমাদের কেন্দ্র থেকে জানানো হয়েছে।

উল্লেখ্য, সবশেষ ২০০৬ সালে বরিশাল সফর করেন তারেক রহমান। সে সময় তিনি দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ছিলেন। এবার তিনি দলের চেয়ারম্যান হিসেবে বরিশাল সফর করবেন। তার এই সফর ঘিরে বরিশাল অঞ্চলের বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা যোগ হবে বলে মনে করেন নেতারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow