আবারো বাঙলা কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক নাহিদা পারভীন

2 months ago 5
উৎসবমুখর পরিবেশে সরকারি বাঙলা কলেজের শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সম্পাদক পদে বিপুল ভোটে পুনরায় নির্বাচিত হয়েছেন সহযোগী অধ্যাপক নাহিদা পারভীন।  মঙ্গলবার (২৪ জুন) কলেজ অডিটোরিয়ামে নির্বাচন শেষে এ ফল ঘোষণা করা হয়।  নির্বাচন উপলক্ষে সকাল থেকেই কলেজে প্রাণচাঞ্চল্য ও অংশগ্রহণ ছিল। ভোটার ছিলেন ১৬২ জন। শিক্ষক সমাজের সক্রিয় অংশগ্রহণ ও গণতান্ত্রিক চেতনার ভিত্তিতে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়। নির্বাচনে সম্পাদক ছাড়াও অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন- যুগ্ম সম্পাদক পদে মোহাম্মদ শাহ আলম (সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ), কোষাধ্যক্ষ পদে মো. আবদুল মুকীত (প্রভাষক, ইসলামিক স্টাডিজ বিভাগ), দপ্তর সম্পাদক পদে হাসান আলী (প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ), এবং সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে সায়লা ইয়াসমিন প্রিয়া (সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ)। নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক মো. জামান রিজভী (অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ), তাহিয়া সারওয়ার (সহযোগী অধ্যাপক, প্রাণিবিদ্যা বিভাগ) এবং তানিয়া হাসিন (সহকারী অধ্যাপক, মৃত্তিকাবিজ্ঞান বিভাগ)। নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে সম্পূর্ণ নির্বাচন নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম রাব্বানী, অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ। নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন খন্দকার মো. রেদওয়ানুর রহমান (সহযোগী অধ্যাপক, ইংরেজি বিভাগ) এবং কামরুন নাহার (সহযোগী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ)। তাঁদের পেশাদারি ও সুষ্ঠু ব্যবস্থাপনায় পুরো প্রক্রিয়াটি নিরবচ্ছিন্নভাবে শেষ হয়। নির্বাচনে পুনরায় নির্বাচিত হয়ে সম্পাদক নাহিদা পারভীন জানান, শিক্ষক সমাজের এই সমর্থন ও আস্থাকে তিনি দায়িত্ব ও নিষ্ঠার সঙ্গে মূল্যায়ন করতে চান। তার মতে, শিক্ষক পরিষদ শুধু একটি প্রতিনিধি কমিটি নয়, বরং এটি শিক্ষার পরিবেশ, নীতিনৈতিকতা ও সহকর্মী সহমর্মিতার প্রতিচ্ছবি। তিনি বলেন, আগামীদিনে তিনি সহকর্মীদের সম্মিলিত সহযোগিতা নিয়ে একটি ইতিবাচক, কার্যকর ও শিক্ষাবান্ধব কর্মপরিবেশ গঠনে সক্রিয় থাকবেন। শিক্ষকদের অধিকার রক্ষা ও গঠনমূলক আলোচনার সংস্কৃতি বজায় রেখে শিক্ষার মানোন্নয়নে কাজ করাই হবে নতুন পরিষদের মূল অঙ্গীকার। নির্বাচিত পরিষদের সদস্যরাও জানান, তারা কলেজ প্রশাসন ও সকল শিক্ষককে নিয়ে সমন্বিতভাবে কাজ করবেন এবং শিক্ষক সমাজের অধিকার, মর্যাদা ও স্বার্থরক্ষায় সক্রিয় ভূমিকা রাখবেন। নির্বাচনের মধ্য দিয়ে সরকারি বাঙলা কলেজে গণতান্ত্রিক মূল্যবোধ ও সহমর্মিতার একটি সুন্দর দৃষ্টান্ত স্থাপিত হয়েছে বলে অভিমত দিয়েছেন শিক্ষক ও প্রশাসনের অনেকে।
Read Entire Article